HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শেখ হাসিনা ও পুতুলের এই ছবিটি সাম্প্রতিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে ভারতে অবস্থানকালে ছবিটি তোলা হয়।

By - Ummay Ammara Eva | 14 Sept 2025 11:56 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের একটি ছবি পোস্ট করে ছবিটি সম্প্রতি ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ৩ সেপ্টেম্বর 'Shakib Hasan Sami' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ছবিটি শেয়ার করে বলা হয়, "দেশের পেছন মে রে ভারতে আরামেই দিন কাটছে আপার"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি সম্প্রতি ধারণ করা হয়নি। ২০২৪ সালের ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে ভারতে অবস্থানকালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের আলোচ্য ছবিটি ধারণ করা হয়।

ছবিটির ব্যাপারে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২৪ সালের ৯ জুন "WHO South-Asia chief shares 'quick bite' with mother Sheikh Hasina ahead of Narendra Modi's oath ceremony" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "World Health Organisation (WHO) South-Asia regional director Saima Wazed shared a picture with her mother, Bangladesh Prime Minister Sheikh Hasina ahead of the oath ceremony of Prime Minister Narendra Modi on Sunday. (রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ তার মা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি ছবি শেয়ার করেছেন। অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাকের অনলাইন ভার্সনে ২০২৪ সালের ৯ জুন "মোদির শপথ অনুষ্ঠানের আগে দিল্লিতে মায়ের সঙ্গে পুতুলের ‘কুইক বাইট’" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ আজ সন্ধ্যায়। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে গেছেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুলও। আজ বিকালে নিজের ফেসবুক পেইজে খাবার সামনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি শেয়ার করেছেন পুতুল। ক্যাপশনে লিখেছেন, নরেন্দ্র মোদির শপথের আগে মায়ের সঙ্গে ‘কুইক বাইট’।"। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ, দি প্রিন্ট, এবিপি লাইভ এবং দেশী গণমাধ্যম একাত্তর টেলিভিশন ও বাংলাদেশ জার্নালের অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদন থেকেও আলোচ্য ছবিটি সম্পর্কে একই তথ্য খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের তোলা সাম্প্রতিক কোনো ছবি নয়। ২০২৪ সালের জুন মাসে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে হাসিনার ভারত সফরের সময়ে আলোচ্য ছবিটি ধারণ করা হয়।

সুতরাং শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের পুরোনো ছবি বিভ্রান্তিকর তথ্যসহ নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories