সামাজিক মাধ্যম ফেসবুক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিন্দু ধর্মাবলম্বী পুরোহিতদের কাছ থেকে তিলক পরার একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩ অক্টোবর 'Kamruzzaman Masud' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ছবিটির থামনেইলসহ একটি ইউটিউব ভিডিও শেয়ার করে বলা হয়, "তুদের মায়ের অবস্থান"। উক্ত ইউটিউব ভিডিওটিতে "ভারতে গিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছে শেখ হাসিনা! Sheikh Hasina Hindu" শিরোনামে প্রচারিত একটি ভিডিওর থামনেইলে আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক সভানেত্রী শেখ হাসিনাকে একজন হিন্দু পুরোহিতের কাছে তিলক পরার একটি ছবি শেয়ার করতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে সংযুক্ত ছবিটি এডিটেড। ২০২২ সালে ভারতের রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর "ভারত জোড়ো যাত্রা" নামক ক্যাম্পেইন চলাকালে ভারতের রাজ্য কেরালার একটি মন্দিরে গিয়ে পুরোহিতের হাত থেকে তিলক গ্রহণ করেন। উক্ত ছবিটি এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনার ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম জি নিউজের ওয়েবসাইটে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর "Rahul Gandhi's Bharat Jodo Yatra enters its 8th day - In pics" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির কাছাকাছি দেখতে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "রাহুল গান্ধীর নেতৃত্বে নাভাইকুলামের থিরুভানাথাপুরামের ভারত জোড়ো যাত্রার অষ্টম দিন শুরু। (অনূদিত)"। এছাড়াও, ছবিটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "কংগ্রেসের রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা"। রাহুল গান্ধীর ওই ছবিটির সাথে আলোচ্য ছবিটির সাথে মিল রয়েছে। স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য ছবিটির সাথে (বামে) জি নিউজ থেকে পাওয়া ছবিটির (ডানে) একটি তুলনামূলক চিত্র দেখুন--
আরো সার্চ করে ভারতের কেরালা থেকে প্রচারিত গণমাধ্যম প্রো কেরালার ওয়েবসাইটে ২০২২সালের ১৪ সেপ্টেম্বর "Congress leader Rahul Gandhi visits Sivagiri Mutt" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত ছবিতেও শেখ হাসিনার স্থানে রাহুল গান্ধীকে দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দি নিউজ মিনিট নামে ভারত থেকে প্রচারিত আরেকটি ওয়েবসাইটে প্রচারিত সংবাদ প্রতিবেদন থেকেও আলোচ্য ছবিটি একই তথ্যসহ খুঁজে পাওয়া যায়।
এদিকে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে কোনো গ্রহণযোগ্য মাধ্যমে দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচ্য পোস্টে সংযুক্ত ছবিটি এডিটেড। ভারতের রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর একটি ছবিকে এডিট করে শেখ হাসিনার ছবি বসিয়ে বিভ্রান্তিকর দাবিসহ প্রচার করা হচ্ছে।
সুতরাং রাহুল গান্ধীর ছবি এডিট করে ছবি বানিয়ে সেটি শেয়ার করে শেখ হাসিনা হিন্দু ধর্মগ্রহণ করেছেন বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




