সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়া ব্যক্তি তার দলের অর্থাৎ বিএনপির একজন নেতা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
কিছুক্ষণ আগে 'নারী শক্তি' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "তারেক রহমানের ধূতি খুলে দিল। তারই দলের নেতা।" পোস্টটির উপরে লেখা থাকতে দেখা যায়, "তারেক রহমানের ধুতি খুলে দিল তারই দলের নেতা"। ফেসবুক স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটিতে তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়া ব্যক্তি বিএনপির নেতা নন। ভিডিওতে বক্তব্যরত ব্যক্তির নাম সাইদুল করিম মিন্টু। তিনি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে "ঝিনেদা টিভি Jhenada Tv" নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ এপ্রিল "তারেক রহমান মাল খেয়ে, র্নিবাচনে আসবেন কী আসবেন না মালের উপর নির্ভর করছে ! সাইদুল করিম মিন্টু" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটি থেকে জানা যায়, ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির নাম সাইদুল করিম মিন্টু। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে ২০২৩ সালের ২৭ জুলাই "RABBY official021" নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও থেকেও জানা যায় একই তথ্য। ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০২৪ সালের ১১ জুন "আটক সাইদুল করিম যেভাবে আওয়ামী লীগের রাজনীতিতে" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটিতে আলোচ্য ভিডিওটির ব্যক্তির ব্যাপারে বলা হয়, সাইদুর রহমান মিন্টু নামে ওই ব্যক্তি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা আজকের পত্রিকা, অনলাইন পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর, ঢাকা টাইমসে প্রকাশিত প্রতিবেদনেও আলোচ্য ভিডিওর ব্যক্তির নাম সাইদুল করিম মিন্টু হিসেবে উল্লেখ করা হয় এবং তিনি ঝিনাইদহ আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র বলে জানা যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়া ব্যক্তি, সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেউ নন বরং তিনি ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা।
সুতরাং তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়া আওয়ামী লীগের নেতাকে বিএনপির নেতা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




