সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, নিজের স্ত্রীর মাথা কেটে নিয়ে প্রকাশ্যে দেশের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ আগস্ট 'Din Islam Badsha' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "নিজের স্ত্রীর প্রকাশ্য মাথা কে*টে নিলো এই স্বামী,,,,, তিনি বলতেছেন দেশের আইন ওনাকে বাধ্য করেছে এ কাজ করতে.... এসব নিউজ দালাল মিডিয়া প্রকাশ করছে না। ফ্যাসিস্ট ইউনুছ হঠাও দেশ বাঁচাও!"। অর্থাৎ দাবি করা হচ্ছে ঘটনাটি বাংলাদেশের কোনো ঘটনা। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। স্ত্রী মাথা কেটে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর এই ঘটনাটি বাংলাদেশের নয়। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় গৌতম গোস্বামী নামে এক ব্যক্তি পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীর মাথা কেটে হাতে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ান। আলোচ্য ভিডিওটি সেই সময়ে ধারণ করা হয়।
ভিডিওটির সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি "This Article is From Feb 16, 2024On Camera, Bengal Man Parades With Wife's Severed Head" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "এক হাতে স্ত্রীর কাটা মাথা এবং অন্য হাতে কাস্তে নিয়ে পশ্চিমবাংলার এক ব্যক্তিকে বাস স্টপে ঘুরে বেড়াতে দেখা গেছে, তিনি অস্পষ্ট এবং হুমকিমূলক মন্তব্য করছেন। তিনি রক্তভেজা অবস্থায় মাথা উঁচু করে তার চারপাশে জড়ো হওয়া জনতার দিকে চিৎকার করতে থাকেন। ১৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় এই নৃশংস দৃশ্যটি ঘটে। সেদিন একই সাথে ভালোবাসা দিবস এবং সরস্বতী পূজা ছিলো এবং বেশিরভাগ মানুষ উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। ৪০ বছর বয়সী অভিযুক্ত গৌতম গচ্ছিতকে গ্রেপ্তার করা হয়েছে। (অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--
আরো রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে'র ওয়েবসাইটে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি "Bengal horror: Man kills wife, moves around with her severed head in East Midnapore" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওর ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "পুলিশের মতে, ওই ব্যক্তি মানসিকভাবে অস্বাভাবিক। পারিবারিক কলহের জের ধরে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথা কেটে ফেলেছেন বলে অভিযোগ করা হয়। অভিযুক্ত গৌতম গচ্ছিতকে চিশতিপুর বাসস্ট্যান্ডের কাছে তার স্ত্রীর কাটা মাথা নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। (অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ভারত থেকে পরিচালিত গণমাধ্যম ডেক্কান হেরাল্ড ও ডেইলি মেইলের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও আলোচ্য ভিডিওটির ব্যাপারে একই তথ্য জানা যায়।
অর্থাৎ আলোচ্য দাবিটি সঠিক নয়। নিজ স্ত্রীর মাথা কেটে হাতে নিয়ে এক ব্যক্তির ঘোরার ঘটনাটি বাংলাদেশের নয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আলোচ্য ঘটনাটি ঘটে।
সুতরাং ভারতের নিজ স্ত্রীর মাথা কেটে হাতে নিয়ে এক ব্যক্তির ঘোরার ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।