সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৪ জুলাই ‘ভিন্নমত_ ভিন্নপথ’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “ব্রেকিং নিউজ রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ১ জন কর্মী।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের সময় আটক রসিদ আহমদ একজন রোহিঙ্গা যুবক। তার রাজনৈতিক কোনো পরিচয় গ্রহণযোগ্য কোনো মাধ্যমেই পাওয়া যায়নি। কয়েকটি গণমাধ্যম তাকে ছাত্রলীগ কর্মী বলে উল্লেখ করলেও তারা পরবর্তীতে প্রতিবেদন প্রত্যাহার করে সংশোধন করেছে। মূলত সামাজিক মাধ্যমে আলোচ্য যুবককে ছাত্রলীগ হিসেবে প্রচার করা হলে তা পরবর্তীতে যাচাই ছাড়াই ফেসবুকে এবং দুই-একটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘আরটিভি’-এর ইউটিউব চ্যানেলে গত ২৪ জুলাই “বোরকা পরে নারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের সময় রসিদ আহমদ নাম এক রোহিঙ্গা যুবককে আটক” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের সময় রসিদ আহমদ নাম এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ‘দৈনিক প্রথম আলো’-এর অনলাইন সংস্করণেও গত ২৪ জুলাই “মাথায় হিজাব, গায়ে বোরকা, তল্লাশিতে ধরা পড়ল তিনি পুরুষ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, টেকনাফের হ্নীলার শালবাগান পুলিশ তল্লাশিচৌকিতে (চেকপোস্টে) মাথায় কালো হিজাব, হাতে-পায়ে মোজা, গায়ে বোরকা--এমন বেশভূষা নিয়ে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢুকতে একজনকে সন্দেহের কারণে তল্লাশির পর জানা যায় তিনি পুরুষ। থাকেন রোহিঙ্গা শিবিরেই। নজরদারি এড়িয়ে শিবির থেকে বেরিয়ে আবার ঢুকতে গিয়ে ধরা পড়েন (সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
একই তথ্য পাওয়া যায় এনটিভি, দৈনিক ইত্তেফাক এবং আজকের পত্রিকাসহ বেশকিছু গণমাধ্যমের প্রতিবেদনে। কিন্তু কোনো প্রতিবেদনেই আলোচ্য ব্যক্তির রাজনৈতিক কোনো পরিচয় উল্লেখ করা হয়নি।
অর্থাৎ কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের সময় আটক রসিদ আহমদ একজন রোহিঙ্গা যুবক।
সুতরাং সামাজিক মাধ্যমে কক্সবাজারের টেকনাফে বোরকা পরে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় আটক ব্যক্তিকে তথ্য-প্রমাণ ব্যতীত একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।