ফেক নিউজ

ছবিতে দেখানো নারী সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম নন

বুম বাংলাদেশ দেখেছে, ছবিতে দেখানো নারীর নাম শাহ জাহান বেগম যিনি উনবিংশ শতাব্দীতে ভুপালের শাসক ছিলেন।

By - Ummay Ammara Eva | 28 March 2024 10:34 PM IST

ছবিতে দেখানো নারী সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম নন

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করে ছবিটি মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগমের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৭ ফেব্রুয়ারি 'Maysha Chowdhury' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "সৌন্দর্য কাকে বলে...? গায়ের রং কিংবা ত্বকের রং কেই..? বর্তমান ভালোবাসা রং দেখে হয় বিদায় ডিভোর্স শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত। উনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিলেন❤️ কি পরিমাণ ভালোবাসা থাকলে তাজমহলের মতো একটা বিশাল জিনিস তৈরি করা যায়। শাহজাহান এর স্ত্রী মমতাজ------"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত ছবির ব্যক্তি মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম নন বরং তিনি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ভূপালের শাসক শাহ জাহান বেগম। ১৮৭৫ সালে ব্রিটেনের তৎকালীন প্রিন্স অব ওয়েলস আলবার্ট এডওয়ার্ড (পরবর্তীতে রাজা সপ্তম এডওয়ার্ড) ভারতীয় উপমহাদেশে ভ্রমণে এলে, তার চিত্রগ্রাহক ভূপালের শাসক শাহ জাহান বেগমের এই ছবিটি ভ্রমণের স্মারক হিসেবে ধারণ করেন।

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ব্রিটিশ রাজাদের সাথে সম্পৃক্ত বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সব আর্ট ও ছবি সমৃদ্ধ ওয়েবসাইট রয়াল কালেকশান ট্রাস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনা থেকে জানা যায়, ভারতীয় শাসক ও ব্রিটিশ সিংহাসনের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে রাণী ভিক্টোরিয়ার ছেলে প্রিন্স অব ওয়েলস আলবার্ট এডওয়ার্ড ১৮৭৫ সালের অক্টোবর মাসে ভারত ভ্রমণে আসেন। সেসময়ে প্রিন্স এডওয়ার্ড অধুনা ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালজুড়ে মোট ২১ টি ছোট বড় শহর ভ্রমণ করেন। ওই ভ্রমণে দেখা হওয়া প্রত্যেক শাসকের সাথে উপহার আদানপ্রদান করেন তিনি। ১৮৭৬ সালে তিনি ইংল্যান্ড ফেরত যাওয়ার পরে তার ভ্রমণকালে তোলা ছবি নিয়ে মোট ৬টি ছবির এলবাম তৈরি করা হয়। আলোচ্য ছবিটি সেই এলবামেরই অংশ। এছাড়াও, ছবিটির সাবজেক্ট হিসেবে ভূপালের বেগম সুলতান শাহ জাহানের নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ছবিটির ভূপালের শাসক শাহ জাহান বেগমের যিনি ১৮৭৫ সালে প্রিন্স অব ওয়েলস আলবার্ট এডওয়ার্ডের ভ্রমণকালে ভূপালের শাসক ছিলেন। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে ফটোস্টকার এলামির ওয়েবসাইটেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। এলামিতে প্রাপ্ত ছবির বর্ণনায়ও লেখা হয়, ছবিটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভূপালের বেগম শাহ জাহান বেগমের। স্ক্রিনশট দেখুন--


এবারে, আলোচ্য ছবিটি (বামে) এবং এলামিতে প্রাপ্ত ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--


অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত ছবিটিতে দেখানো ব্যক্তি মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম নন। আলোচ্য ছবিটি উনবিংশ শতাব্দীর ভারতের ভূপালের শাসক শাহ জাহান বেগমের।

সুতরাং ভূপালের শাসক শাহ জাহান বেগমের ছবিকে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগমের দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories