HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পানির স্রোতে উট ভেসে যাওয়ার ভিডিওটি দুবাইয়ের সাম্প্রতিক বন্যার নয়

বুম বাংলাদেশ দেখেছে, বন্যার স্রোতে উটের ভেসে যাওয়ার আলোচ্য ভিডিওটি সৌদি আরবের যা অন্তত ৫ বছর আগে ধারণ করা।

By - Ummay Ammara Eva | 28 April 2024 3:31 PM GMT

সামাজিক মাধ্যম থ্রেডসের একাধিক একাউন্ট থেকে বন্যার পানিতে উট ভেসে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে ভিডিওটি দুবাইয়ের সাম্প্রতিক বন্যার সময়ে ধারণ করা বলে দাবি করা হচ্ছে। এরকম দুটি পোস্ট দেখুন খানেএখানে

গত ২২ এপ্রিল 'animals_safaris' নামের একটি থ্রেড একাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "Dubai battles flood waters as historic storm causes chaos"। পোস্টে যুক্ত ভিডিওটিতে বন্যার পানির স্রোতে উট ভেসে যেতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ বন্যার পানিতে উট ভেসে যাওয়ার ভিডিওটি দুবাইয়ের সাম্প্রতিক বন্যার বলে দাবি করা হচ্ছে।

এছাড়া ভিডিওটি একই দাবিতে করা ফেসবুকেও ছড়িয়েছে। এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত করা ভিডিওটি দুবাইয়ের সাম্প্রতিক বন্যার নয় বরং সৌদি আরবের তাবুকে ২০১৮ সালে ঘটা বন্যার ভিডিও।

ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'الحاج براهيم بوتايوو' নামের একটি ফেসবুক আইডি থেকে ২০১৮ সালের ২৭ অক্টোবর পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটি ও আলোচ্য ভিডিওটির দৃশ্য পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে দুটি ভিডিও একইস্থানের একই সময়ে ধারণ করা একই ঘটনার ভিডিও। তবে আলোচ্য ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে মূল ভিডিওটিকে রিভার্স মুডে থ্রেডসে পোস্ট করা হয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


এবারে, আলোচ্য থ্রেডস পোস্টের একটি স্ক্রিনশট (বামে) এবং উক্ত ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশটের (ডানে) মধ্যে তুলনা দেখুন (যেহেতু থ্রেডস ভিডিওটি রিভার্স মুডে পোস্ট করা তাই ফেসবুক পোস্টের স্ক্রিনশট থেকে দৃশ্যটি উল্টো দেখাচ্ছে)--



অধিকতর রিভার্স ইমেজ সার্চ করে চিলিভিত্তিক জরুরী সহায়তা সংক্রান্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা Red de Emergencia (RNE)-র টুইটার একাউন্টে ২০১৮ সালের ২৩ নভেম্বর পোস্ট করা একই ঘটনার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, সৌদি আরবের তাবুকে মরুভূমিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ঘটনার তারিখ হিসেবে ২০১৮ সালের ২৫ অক্টোবর উল্লেখ করা হয়। টুইটার পোস্টটি দেখুন--


এর সূত্র ধরে সার্চ করে সৌদি আরব থেকে পরিচালিত মালায়ালাম ভাষায় প্রকাশিত মধ্যপ্রাচ্য ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল 'malayalamnewsdaily' তে আলোচ্য ভিডিওটির দৃশ্যের সাথে মিল রয়েছে এমন একটি ভিডিও থেকে নেয়া একটি স্ক্রিনশট সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। "Camels caught in the river in Tabuk- video" (অনূদিত) শিরোনামে ২০১৮ সালের ২৬ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, তাবুকে ভারী বর্ষণের ফলে সৃষ্ট পানির স্রোতে উট ভেসে যাচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও উল্লেখ করা হয়। (অনূদিত ও সংক্ষেপিত)। এই প্রতিবেদনে একটি ভিডিও যুক্ত করা হলেও ভিডিওটি 'আনএভেইলেবল' দেখাচ্ছে। প্রতিবেদনটির অনূদিত ভার্সনের স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য ভিডিওটি ২০১৮ সালের অক্টোবর মাসে সৌদি আরবের তাবুকে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যার পানিতে উটের ভেসে যাওয়ার দৃশ্য, দুবাইয়ের সাম্প্রতিক বন্যার নয়।

সুতরাং ৫ বছর পুরনো সৌদি আরবের বন্যার ভিডিওকে দুবাইয়ের সাম্প্রতিক বন্যার বলে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories