সামাজিক মাধ্যম ফেসবুকে শিশুদের নাচের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, নৃত্যরত শিশুরা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ জুলাই 'Meherin Toha' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "মাইলস্টোন স্কুল শিক্ষার্থীরা.. এর মধ্য কেহই বেছে নেই।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওতে দেখানো শিক্ষার্থীরা বাংলাদেশের কোনো স্কুলের নয় বরং ভারতের হিমাচল প্রদেশের একটি স্কুলের শিক্ষার্থী।
আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'amitthakursidhu' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে গত ২৬ জুন আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়,"I don't think you have come from anywhere far away!❤️🫂 #smile #trending #viral #reels #dancemoms #student #himachal"। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
উক্ত ইন্সটাগ্রাম একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, Amit Thakur Sidhu নামে ভারতের হিমাচলের একজন নৃত্যশিল্পী ওই একাউন্টটি পরিচালনা করেন। স্ক্রিনশট দেখুন--
পর্যবেক্ষণে আরো দেখা যায়, সিধু আগেও বিভিন্ন সময়ে স্কুলের শিশুদেরকে নাচ অনুশীলন করানোর ভিডিও পোস্ট করেছেন। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। এছাড়াও, ইন্সটাগ্রাম একাউন্টের সূত্রে Amit thakur sidhu নামে তার পরিচালিত ইউটিউব চ্যানেলেও একই দৃশ্য দেখতে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টের ভিডিওটি উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের নয় বরং ভারতের একটি স্কুলের শিক্ষার্থীদের নাচ অনুশীলনের সময়ে ধারণ করা হয়।
উল্লেখ্য, গত ২২ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনায় বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হয়েছেন।
সুতরাং ভারতের স্কুলের শিক্ষার্থীদের নাচের ভিডিওকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বলে দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।