HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কাবুলে সাম্প্রতিক বিস্ফোরণের খবরের সাথে গণমাধ্যমে প্রচার হল পুরোনো ছবি

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ২০১৯ সালে আফগানিস্তানের কাবুলে একটি বাড়িতে বোমা হামলার ঘটনার।

By - Md Abdullah Khan | 25 Aug 2022 9:32 AM GMT

সম্প্রতি মূলধারার একাধিক সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে গত ১৭ আগস্ট কাবুলের একটি মসজিদে বিস্ফোরণের খবরের সাথে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে ছবিটি কাবুলের সাম্প্রতিক বিস্ফোরণের। সংবাদমাধ্যমগুলো ছবিটির উৎস হিসেবে টুইটারের নাম উল্লেখ করেছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গতকাল ১৮ আগস্ট মূলধারার সংবাদমাধ্যম 'The Business Standard'-এর বাংলা সংস্করণে "আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১০" শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে বিস্ফোরণের ছবিটি জুড়ে দেয়া হয়েছে। একই ছবি জুড়ে কাবুল বিস্ফোরণের খবর প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার বাংলা অনলাইন সংস্করণ, দৈনিক আজকের পত্রিকা এবং জাগোনিউজ২৪ ডটকম সহ আরও একাধিক সংবাদমাধ্যম। স্ক্রিনশট দেখুন--  

পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

কাবুল বিস্ফোরণ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম 'The Guardian' ১৮ আগস্ট "At least 10 dead after huge bomb rips through Kabul mosque" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও ছবিটি যুক্ত করতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

প্রসঙ্গত গত ১৭ আগস্ট সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলার ঘটনায় হতাহতের খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। 

 ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সংবাদমাধ্যমগুলোতে খবরের সাথে যুক্ত করা ছবিটি কাবুলের সাম্প্রতিক বোমা হামলার নয়। ছবিটি ২০১৯ সালের পহেলা জুলাই আফগানিস্তানের কাবুলে বোমা বিস্ফোরণের ঘটনার।

রিভার্স ইমেজ সার্চ করার পর, আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'Vox News'-এ "The Taliban has launched a major attack in Afghanistan's capital" শিরোনামেএকটি প্রতিবেদনের সাথে খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের পহেলা জুলাই প্রকাশিত হয়েছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

প্রতিবেদনের বিবরণে বলা হয়েছে, তৎকালে আফগানিস্তানে রাজধানীতে তালেবান আক্রমণে শিশু সহ অন্তত ৪০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিল।

প্রতিবেদনটিতে, ছবি সূত্র হিসাবে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বরাতে গেট্টি ইমেজেস-এর নাম উল্লেখ করা হয়েছে।

সার্চ করে করে গেট্টি ইমেজেস-এর ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া গেছে। এখানে ছবির চিত্রগ্রাহক হিসাবে তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু-র আলোকচিত্রী হারুন সাবাউনের নাম উল্লেখ করা হয়েছে এবং ভক্স নিউজেও অনুরূপ বিবরণ উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

একই বিবরণে আলোচ্য ছবিটি সহ আনাদোলু এজেন্সি'তেও খবর প্রকাশিত হতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

পাশাপাশি, বার্তা সংস্থা রয়টার্সের টুইটার হ্যান্ডেলে  "The explosion that hit a mosque in Kabul has killed at least 21 people and wounded another 33" ক্যাপশনে কাবুলে বোমা বিস্ফোরণের ঘটনাস্থল মসজিদটির একটি ভিডিওচিত্র খুঁজে পাওয়া যায়, যা গত ১৯ আগস্ট পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, এই ভিডিওতে দেখতে পাওয়া স্থানের সাথে আলোচ্য ছবিটির কোনো মিল নেই। 

অর্থাৎ ছবিটি আফগানিস্তানের কাবুলের মসজিদে সাম্প্রতিক বিস্ফোরণের নয় বরং তিন বছর আগের ভিন্ন ঘটনার।

ছবিটি এর আগে ফ্যাক্ট চেকিং সংস্থা বুম লাইভ যাচাই করেছে। 

সুতরাং ২০১৯ সালের একটি ছবিকে কাবুলের সাম্প্রতিক হামলার সাথে জুড়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories