HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

করোনা শুরুর আগের ছবিকে চলমান বিধি-নিষেধের বলে ভুয়া প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালের জুলাই মাসেও ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছিলো, যা বিভ্রান্তিকর দাবিতে এখন প্রচার করা হচ্ছে।

By - Md Abdullah Khan | 3 July 2021 4:49 PM GMT

পিঠে মারাত্মক জখমের চিহ্ন দেখা যাচ্ছে এমন এক তরুণের ছবি সম্প্রতি ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করা হচ্ছে। যেখানে ইঙ্গিত করা হচ্ছে, করানোর প্রেক্ষাপটে চলমান কঠোর লকডাউনে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কর্তৃক ওই তরুণ আঘাতপ্রাপ্ত হয়েছেন। পোস্টগুলো দেখুন এখানে, এখানে ও এখানে। 

'Afia Ibnat Tinni' নামের একটি আইডি থেকে গত ১ জুলাই ছবিটি পোস্ট করে বলা হয়, "পিঠে আঘাত করার আগে খাবারের পুটলিটা হাতে ধরিয়ে দাও হে রাষ্ট্র। খাবার দিতে না পারলে আঘাত করার ক্ষমতা ও তুমি রাখো না হে অমানবিক বাংলাদেশ"। অর্থাৎ পোস্ট পড়ে মনে হয় ছবিটি সাম্প্রতিক এবং চলমান লকডাউনে আয়-রোজগারের সন্ধানে বের হওয়া ওই তরুণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিটিয়ে জখম বা আহত করেছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং করোনা মহামারী শুরু হওয়ার আগেও ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ করার পর দেখে গেছে, ২০২০ সালের বিভিন্ন সময়ে ভারত এবং বাংলাদেশে সামাজিক মাধ্যমে ছবিটি একাধিকবার পোস্ট করা হয়েছে।

করোনা মহামারির শুরুতে লকডাউন চলাকালে ছবিটি ভারতের সামাজিক মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছিল দেশটির পুলিশ কর্তৃক নির্যাতিত তরুণের ছবি এটি। পরে ২০২০ সালের ২৭ মার্চ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে দুটি ছবিকে কোলাজ করে, দাবিটি অসত্য হিসেবে জানানো হয়। ওই টুইটে বর্তমানে আলোচ্য ছবিটিও দৃশ্যমান।

এর সূত্রধরে বিস্তারিত সার্চের পর, একই তরুণের আরও কিছু ছবি খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ, যেসব ছবি ২০১৯ সালে করোনা মহামারির আগে ফেসবুকে পোস্ট করা হয়েছে। "পাত্র-পাত্রী -ক্ক্সবাজার" নামের একটি ফেসবুক পেজ থেকে ২০১৯ সালের ১৭ জুলাই পোস্ট করা ছবির সাথে আলোচ্য ছবিটির মিল পাওয়া গেছে।

পোস্টের আর্কাইভ দেখুন এখানে

সম্প্রতি ভাইরাল হওয়া পোস্ট এবং ২০১৯ সালের পুরনো পোস্ট দুইটি পাশাপাশি রেখে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে ছবিগুলো একই ঘটনার। উভয় পোস্টের ছবিতে দৃশ্যমান তরুণের পিঠ ও বাহুতে জখমের দাগ, শয্যার বালিশ ও চাদর এবং খাটের কিয়দংশের নমুনার দিকে খেয়াল করলে হুবহু মিল লক্ষ্য করা যাচ্ছে। যদিও ২০১৯ সালের পুরনো ওই পোস্টে ছবিটির উৎস বা ঘটনা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেয়া হয়নি।

২০১৯ সালের পোস্ট করা ছবি ( বামে) এবং সম্প্রতি পোস্ট করা ছবির( ডানে) পাশাপাশি স্ক্রিনশন

বুম বাংলাদেশ স্বতন্ত্রভাবে ছবির প্রকৃত উৎস এবং ঘটনার বিবরণ অনুসন্ধান করেনি। কিন্তু ছবিটি করোনা মহামারী শুরু হওয়ার আগেও ফেসবুকে আপলোড হওয়ার তারিখ থেকে স্পষ্ট যে, এটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় এবং করোনার কারণে চলমান বিধি-নিষেধের সাথেও এর কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, ২০২০ সাল থেকে কয়েক দফা লকডাউনের পর চলতি বছর বাংলাদেশে আবার করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে এক সপ্তাহের জন্য 'সার্বিক কার্যাবলি/চলাচলে' নতুন বিধি-নিষেধ জারি করেছে প্রশাসন।

সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে সাম্প্রতিক বিধি-নিষেধের সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে দায়ী করে অপ্রসঙ্গিকভাবে পোস্ট করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Covid-19

Related Stories