HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বাঘের সাথে বসে থাকা কিশোরীর ছবিটি এআই জেনারেটিভ

বুম বাংলাদেশ দেখেছে, পাহাড়ের পাদদেশে বাঘের সাথে বসে থাকা কিশোরীর ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এাআই দিয়ে তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 10 April 2024 1:00 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি বাঘের সাথে এক কিশোরীর বসে থাকার ছবি পোস্ট করে ছবিটি বাস্তব দাবিতে একটি গল্প প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ৪ এপ্রিল "প্রতিভূ প্রকাশ" নামের একটি ফেসবুক পেজে একটি বাঘের সাথে পাহাড়ের পাদদেশে এক কিশোরীর বসে থাকার একটি ছবি পোস্ট করে বলা হয়, "পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের শামশালের মদন তহসিল নামে একটি দূরবর্তী স্থানে একটি ছবিতে দেখা যাচ্ছে গুলমিনা নামের একটি মেয়ে একটি বড় তুষার চিতাবাঘের সাথে শান্তভাবে বসে আছে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


পোস্টে যুক্ত ছবিটি দেখুন আলাদাভাবে--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পাহাড়ের পাদদেশে বাঘের সাথে বসে থাকা কিশোরীর ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল মিডজার্নির সাহায্যে তৈরি করা হয়েছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডেইলি পাকিস্তানে গত ৬ এপ্রিল "Viral photo shows little Pakistani girl sitting beside snow leopard!" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, এই ছবিটি বাল্টিস্তান নামে একটি ফেসবুক পেজে থেকে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে একটি ভারতীয় গণমাধ্যমের করা ফ্যাক্টচেক থেকে জানা যায়, ছবিটি বাস্তব নয় বরং ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। babrakk নামে একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে ছবিটি প্রথম পোস্ট করা হয়। (অনূদিত ও সংক্ষেপিত) স্ক্রিনশট দেখুন--



ডেইলি পাকিস্তানের প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে 'babrakk' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে গত ২৪ মার্চ করা একটি পোস্টে আলোচ্য ছবিটির মত হুবহু একটি ছবি খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "Shirin & her fierce companion. Making a great duo👧🏻🐆". (শিরিন এবং তার হিংস্র সঙ্গী, একটি দুর্দান্ত জুটি 👧🏻🐆)। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--


উক্ত ইন্সটাগ্রাম পোস্টে অন্য একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে বাবরাককে জিজ্ঞেস করা হয়, "ছবিটি কীভাবে ধারণ করেছেন?" উত্তরে বাবরাককে বলতে দেখা যায়, "মিডজার্নি দিয়ে"। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল মিডজার্নির সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--



বাবরাক নামের ওই ইন্সটাগ্রাম একাউন্টে গিয়ে এআই দিয়ে তৈরি একই ধরণের আরো ছবি দেখা যায়। দেখুন--


অর্থাৎ আলোচ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা ছবিকে বাস্তব বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories