সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বলিউড অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের চেক হাতে থাকার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, বাবরি মসজিদ নির্মাণের জন্য শাহরুখ খান ২৫ কোটি ও সালমান খান ১০ কোটি টাকা দান করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ১৩ ডিসেম্বর ‘নীল আকাশ’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে সালমান খান ১০ কো*টি আর শাহরুখ খান ২৫ কো*টি টা*কার চেক দিব বলেছে....see more।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ছবিটিতে বাবরি মসজিদের জন্য শাহরুখ খান ও সালমান খানের চেক দানের বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দুইটি চেকের মধ্যে অসামঞ্জস্যতা পরিলক্ষিত। প্রথম চেকে কথায় দশ কোটি রুপি লেখা থাকলেও সংখ্যায় সেটি ১ কোটি। আবার দ্বিতীয় চেকে কথায় পচিশ কোটি লেখা থাকলেও সংখ্যায় সেটি আড়াই কোটি। তাছাড়া, চেকের লেখায় বানান ভুল, অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ছবিটিতে সামনে থাকা ব্যক্তিদের মুখাবয়ব, ভঙ্গি ও পোশাক অস্বাভাবিকভাবে নিখুঁত ও ক্যামেরা-ফ্রেন্ডলি, যেন পরিকল্পিতভাবে সাজানো। পেছনের বিশাল জনসমাবেশে প্রায় সবার একই ধরনের পোশাক, মুখের অভিব্যক্তি ও হাত তোলার ভঙ্গি দেখা যায়। পুরো ফ্রেমে আলো সমানভাবে ছড়ানো, তীব্র ছায়া বা প্রাকৃতিক আলোর অসামঞ্জস্য নেই। পাশাপাশি সামনের চেকগুলো অতিরিক্ত পরিষ্কার ও ফোকাসে থাকায় এবং ব্যাকগ্রাউন্ড অত্যধিক “পারফেক্ট” দেখানোর কারণে ছবিটি বাস্তব হলেও এআই-সদৃশ বলে ভুল বোঝার সুযোগ তৈরি করে।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইন্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে বাবরি মসজিদের জন্য শাহরুখ ও সালমান খানের চেক দানের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




