HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যুর খবরটি সত্য নয়

বুম বাংলাদেশ দেখেছে, ঝালনাথ খানাল বিবিসি নেপালকে জানিয়েছেন তাঁর স্ত্রী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

By - Tausif Akbar | 20 Sept 2025 12:22 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ফেসবুক ব্যবহারকারী সহ বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজে সংবাদের লিংক-ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আন্দোলনকারীরা আগুন দেওয়ার ফলে তাঁর স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর আগুনে পুড়ে নিহত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ০৯ সেপ্টেম্বর বেসরকারি সম্প্রচার মাধ্যম এখন টেলিভিশনের ফেসবুক পেজ ‘Ekhon TV’ থেকে আলোচ্য তথ্য সংক্রান্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, স্ত্রীকে জ্যা'ন্ত পু'ড়ি'য়ে হ'ত্যা আন্দোলনকারীদের”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


যমুনা টেলিভিশন (), এখন টেলিভিশনদৈনিক ইত্তেফাক, সমকাল, বণিক বার্তা, ডেইলি স্টার, বিডি নিউজ২৪, বাংলা নিউজ, এনটিভি, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তর, যুগান্তর, বাংলা ভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যায়যায়দিন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, রূপালী বাংলাদেশ, সময়ের আলো, এশিয়ান টেলিভিশন, সংবাদ প্রকাশ, বাংলাদেশ জার্নাল, ডেইলি অবজারভারসহ বেশ কয়েকটি গণমাধ্যম।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। দাবিটি ছড়িয়ে পড়ার পর রাজ্যলক্ষ্মী চিত্রকরের স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানাল বিবিসি নেপালকে জানিয়েছেন তাঁর স্ত্রী দেশটির রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অবস্থায় ভর্তি আছেন।

বিষয়টি নিয়ে সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম 'Telegraph India'-তে গত ১১ সেপ্টেম্বর "Alive but critical': Fact-check report counters false death reports of former Nepal PM’s wife" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, 'নেপালের সিপিএন (ইউনিফাইড সোশ্যালিস্ট) নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর আগুনে পুড়ে যাওয়ার পর কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ভারতীয় ও নেপালি সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে 'চিত্রকর' অগ্নিসংযোগে নিহত হয়েছেন। কাঠমান্ডু পোস্ট পরে স্পষ্ট করে জানিয়েছে যে তিনি বেঁচে আছেন কিন্তু অবস্থা আশঙ্কাজনক (অনূদিত ও সংক্ষেপিত)।' প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



এছাড়াও বিবিসি'র ১০ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজ্যলক্ষ্মী চিত্রকরের স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানাল বিবিসি নেপালকে জানিয়েছেন, তাঁর স্ত্রী রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অবস্থায় ভর্তি আছেন এবং বেঁচে আছেন।

এছাড়াও নেপালের একটি ফ্যাক্ট-চেক সংস্থা'র ফ্যাক্ট-চেক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খানালের স্ত্রী চিকিৎসাধীন, মৃত্যুর খবর মিথ্যা। এদিকে রাজ্যলক্ষ্মী চিত্রকরের বর্তমান সময়ের অবস্থার খবর পাওয়া যায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে। নেপালের একটি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, ঝালনাথ খানালের স্ত্রী চিত্রকরের অবস্থার উন্নতি হচ্ছে।

অর্থাৎ গত ৯ সেপ্টেম্বর নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আগুনে পুড়ে মারা যাননি, সে সময় থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সুতরাং গণমাধ্যমে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আগুনে পুড়ে নিহত হয়েছেন তথ্য প্রচার করা হয়েছিল; তা সত্য নয়।

Tags:

Related Stories