ফেক নিউজ

ভিডিওতে দৃশ্যমান আহত ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি লিলিপুট ফারহানের আহত অবস্থার নয় বরং ভিন্ন একজন ব্যক্তির।

By - Tausif Akbar | 16 July 2024 2:36 PM IST

ভিডিওতে দৃশ্যমান আহত ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান নয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, কনটেন্ট ক্রিয়েটার লিলিপুট ফারহান হামলার শিকার হওয়ার ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

আজ ১৬ জুলাই 'Education & News-Dispenser' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, "ঢাবি শিক্ষার্থী ফারহান, কনটেন্ট ক্রিয়েটার লিলিপুট ফারহান হামলার শিকার"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি লিলিপুট ফারহান নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিকের আহত অবস্থার নয় বরং ভিন্ন একজন ব্যক্তির। লিলিপুট ফারহান সুস্থ ও স্বাভাবিক আছেন বলে তিনি নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে ও পেজে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে লিলিপুট ফারহান নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিকের ফেসবুক অ্যাকাউন্টে "Please don’t spread any rumours." শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এতে তিনি বলেন, আমি বাসায় আছি ও সম্পূর্ণ সুস্থ আছি। আমার কিছু হয়নি। কেউ গুজব ছড়াবেন না (সংক্ষেপিত)। ভিডিও পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ভিডিও পোস্টটির প্রিভিউ দেখুন--

Full View


পাশাপাশি, ফারহান সাদিকের 'Liliput Farhan' ফেসবুক পেজেও "আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, বাসায় আছি" শিরোনামে এ সংক্রান্ত একটি রিলস ভিডিও পাওয়া যায়। এতেও বলা হয়, "আমি বাসায় আছি, সুস্থ আছি। আমার কিছু হয়নি। কেউ গুজব ছড়াবেন না।'' স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য ভিডিওটি ভিন্ন একজন ব্যক্তির আহত অবস্থার; লিলিপুট ফারহান নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিকের নয়।

উল্লেখ্য সামাজিক মাধ্যমের এক পোস্টের কমেন্টে আলোচ্য ভিডিওর আহত ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রশিদ বলা হচ্ছে। তবে বিষয়টি যাচাই করা যায়নি। কমেন্টের স্ক্রিনশট দেখুন--



সুতরাং সামাজিক মাধ্যমে 'লিলিপুট ফারহান হামলার শিকার' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে; তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories