HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হোটেলের ভিডিওটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০২০ সালের তুরস্কের ইজমিরে হওয়া আলাদা একটি ভূমিকম্পের।

By - Md Abdullah Khan | 9 Feb 2023 5:34 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি সিসিটিভি ভিডিও ফুটেজ দিয়ে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি তুরস্কে ভূমিকম্পের সময় একটি হোটেলের ভিডিও ফুটেজ। ভিডিওটিতে ভূমিকম্প চলাকালে একটি প্রতিষ্ঠানের ভেতরের দৃশ্য দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৬ ফেব্রুয়ারি 'রংপুর, বাংলাদেশ' নামের একটি ফেসবুক পেজে থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ভূমিকম্পের সময় তুরস্কের একটি হোটেলের ফুটেজ। উল্লেখ্য, আজ ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এখন পর্যন্ত মারা গেছে ১৬০০ জন। (আল জাজিরা) কমেন্টে আরও ভিডিও আছে।" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভুমিকম্পের নয় বরং ২০২০ সালে তুরস্কের ইজমিরে হওয়া আলাদা একটি ভূমিকম্পের ভিডিও এটি।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি সাফাকে "Güvenlik kamerasına yansıyan görüntüler İzmir depreminin şiddetini gözler önüne serdi" শিরোনামে একটি প্রতিবেদনে ভিডিওটি পাওয়া যায়, যা ২০২০ সালের ৩১ অক্টোবরে প্রকাশিত হয়েছে। তুর্কি ভাষা থেকে অনুবাদ করে ইয়েনি সাফাকের ভিডিওর বিবরণ থেকে জানা যায়, ইজমির প্রদেশের সেফেরিহিসার জেলার উপকূলে তৎকালে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ফুটেজটি সেই ঘটনার। দেখুন-- 


তুরস্কের আরেকটি সংবাদমাধ্যম Hürriyet -এর ইউটিউব চ্যানেলেও ভিডিওটি ২০২০ সালের ২ নভেম্বর পোস্ট করতে দেখা যায়। এই ভিডিওর বিবরণেও ফুটেজটি ইজমিরে ঘটা ভূমিকম্পের বলে উল্লেখ করা হয়েছে। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

অর্থাৎ ভিডিওটি নিশ্চিতভাবেই সাম্প্রতিক নয় বরং প্রায় তিন বছর পুরোনো।

প্রসঙ্গত দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় গত (সোমবার) বিধ্বংসী এক ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর খবর এরইমধ্যে প্রকাশিত হয়েছে। 

সুতরাং ২০২০ সালের তুরস্কেরই ভিন্ন একটি ভূমিকম্পের ভিডিওকে তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের সাথে জুড়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories