HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ওবায়দুল কাদেরকে গুলি করে হত্যার ভুয়া ক্যাপশনে ফেসবুকে ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ক্যাপশনে ওবায়দুল কাদেরকে গুলি করে হত্যার কথা লেখা হলেও ভিডিওর ভেতরে এমন কোন তথ্য নেই।

By - Ummay Ammara Eva | 19 Jan 2023 4:15 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে টেলিভিশন সংবাদের আদলে তৈরি একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ১১ জানুয়ারি 'BNP' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "ওবায়দুলকে গুলি করে হত্যা বিএনপি এইমাত্র পাওয়া আজকের তাজা খবর"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির ক্যাপশনে করা দাবিটি ভিত্তিহীন। ভিডিওটির ক্যাপশনে ওবায়দুল কাদেরকে গুলি করে হত্যার কথা লেখা হলেও ভিডিওটির ভিতরে এমন কোনো তথ্য নেই বরং তাঁর একটি বক্তব্য তুলে ধরেই সংবাদটি শেষ করা হয়েছে।

পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সংযুক্ত ভিডিওটি টেলিভিশন সংবাদরূপে তৈরি করা। ভিডিওটির ১৫-১৯ সেকেন্ডে শিরোনাম হিসেবে বলা হয়, "৫৪ দল আজ শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন ওবায়দুল কাদের"। পরে, ৪ মিনিট ৩৫ সেকেন্ড থেকে ৫ মিনিট ৩০ সেকেন্ডে বলা হয়, "বিএনপিসহ বিভিন্ন দলের অবস্থান কর্মসূচির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৫৪টি দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থানে কী হবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টা ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী রাজনৈতিক দল। বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, 'খেলা হবে, দুনীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খেলা হবে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করে দায় মুক্তি দিয়েছে তাদের বিরুদ্ধে খেলা হবে।" এছাড়া, পুরো ভিডিওটির মধ্যে ওবায়দুল কদেরের এই বক্তব্য ছাড়া তার ব্যাপারে আর কোনো সংবাদ উপস্থাপন করা হয়নি।

কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ টুডের ওয়েবসাইটে গিয়ে গত ১১ জানুয়ারি 'নয়াপল্টনে আজ ৫৪ দল ঘোড়ার ডিম পাড়বে: ওবায়দুল কাদের' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য ভিডিও থেকে প্রাপ্ত সংবাদ বক্তব্যের মত হুবহু বক্তব্য খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--


কি-ওয়ার্ড সার্চ করে ১৬ ঘন্টা আগে গতকাল ১৮ জানুয়ারি প্রকাশিত ওবায়দুল কাদের সংক্রান্ত সর্বশেষ সংবাদ খুঁজে পাওয়া যায় দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে। "অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা অসুস্থ হয়ে পড়েছেন" শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব সময় অসুস্থ রাজনীতি করে, অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা অসুস্থ হয়ে পড়েছেন। দেখুন--


গতকাল ১৮ জানুয়ারি নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের উপস্থিত থাকাই প্রমাণ করে ১১ জানুয়ারি করা আলোচ্য পোস্টে গুলিতে তাঁর মৃত্যু হওয়ার খবরটি ভিত্তিহীন।

অর্থাৎ ওবায়দুল কাদের সুস্থ ও স্বাভাবিক আছেন এবং তিনি নিয়মিত রাজনৈতিক ও সরকারি কর্মসূচি পালন করে যাচ্ছেন। এছাড়া, কি-ওয়ার্ড ধরে নানাভাবে সার্চ করেও ওবায়দুল কাদেরের গুলিবিদ্ধ বা হত্যাকাণ্ডের শিকার হওয়া কিংবা বর্তমানে তাঁর শারীরিক অসুস্থতার খবর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই শাসক দল আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ এই নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর কিছু হলে গণমাধ্যমে খবর হওয়ার কথা।

সুতরাং ভিন্ন একটি সংবাদ প্রচার করে ভিডিওর শিরোনামে গুলিতে ওবায়দুল কাদেরের মৃত্যু ঘটেছে এরকম চটকদার ভিত্তিহীন তথ্য লিখে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories