HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আইসিসি-২০২৫ তালিকায় সাকিবের সেরা অলরাউন্ডার হওয়ার দাবিটি সঠিক নয়

ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সেরা হিসেবে সাকিবের নাম খুঁজে পায়নি বুম বাংলাদেশ।

By - Mamun Abdullah | 29 April 2025 6:06 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৫ ক্রিকেটারদের তালিকায় সেরা অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৭ মার্চ 'Zk.Com' নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "আই সি সির ২০২৫ তালিকায় সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।🇧🇩🏏 ৭৫।” স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৫ সালের টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি ফরমেটের অলরাউন্ডারের তালিকায় শীর্ষে সাকিব আল হাসানের নাম পাওয়া যায়নি। এছাড়া, ক্রিকেটে ‘সর্বকালের সেরা অলরাউন্ডার’ হিসেবে আইসিসির কোনো ঘোষণা সংস্থাটির ওয়েবসাইট ও কোনো নির্ভরযোগ্য মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

কি-ওয়ার্ড সার্চ করে আইসিসির ২০২৫ সালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব সম্পর্কিত কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ভাইরাল ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ‘Time 24 TV’ নামক লেখাটি উল্লেখ্য করা হয়েছে। পরে কি ওয়ার্ড সার্চ করে ‘Time 24 TV’ নামক ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়। যেখানে গত ১৪ মার্চে ভাইরাল ফটোকার্ডটি পোস্ট করতে দেখা যায়। যদিও ওই পোস্টের সঙ্গে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে আইসিসির ওয়েবসাইটে গিয়ে “Men's all-rounder rankings” শিরোনামে অলরাউন্ডারদের একটি তালিকা পাওয়া যায়। যেখানে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি ফরমেটের অলরাউন্ডারের শীর্ষ স্থানে সাকিব আল হাসানের নাম পাওয়া যায়নি। তবে, টেস্ট ফরম্যাটে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক নম্বরে অবস্থানকারী হিসেবে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার নাম উল্লেখ রয়েছে। যেখানে পঞ্চম অবস্থানে সাকিব আল হাসানের নাম রয়েছে। এছাড়া, ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষ অবস্থানে নাম রয়েছে যথাক্রমে আজমতুল্লাহ ওমরজাই ও হার্দিক পান্ডিয়ার। স্ক্রিনশট দেখুন-- 



এই তালিকায় ওয়ান-ডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার সেকশনে সেরা পাঁচের মধ্যেও সাকিব আল হাসানের নাম খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে ক্রিকেটে ‘সর্বকালের সেরা অলরাউন্ডার’ হিসেবে আইসিসির কোনো ঘোষণা সংস্থাটির ওয়েবসাইট ঘেটে কিংবা এ সংক্রান্ত কোনো খবর কোনো নির্ভরযোগ্য মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিং তালিকা অনুযায়ী সাকিব আল হাসানের সেরা অলরাউন্ডার নন।

সুতরাং সাকিব আল হাসান আইসিসি ২০২৫ সালের অলরাউন্ডার তালিকায় সেরা অবস্থানে রয়েছেন দাবিতে পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories