HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বান্ধবী জর্জিনাকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে করার দাবিটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বিশেষ বিবেচনায় বান্ধবী জর্জিনার সাথে সৌদি আরবে বসবাসের অনুমতি পেয়েছেন।

By - Ummay Ammara Eva | 17 March 2023 1:28 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সৌদি আরবে অবস্থান করার স্বার্থে বান্ধবী জর্জিনাকে বিয়ে করেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ৯ জানুয়ারি 'Sports buzz news24' নামে একটি ফেসবুকে গ্রুপে 'MD. Ramjan Ali' নামে একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, "বান্ধবী জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো, রিয়াদে হয়েছে আনুষ্ঠানিকতা। এটাই মুসলিমদের গর্ব। বান্ধবী সংস্কৃতি মুসলিম দেশে খাটে না....."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের আল নাসেরে খেলার সময়কালে বিশেষ বিবেচনায় বান্ধবী জর্জিনার সাথে সে দেশে বসবাসের অনুমতি পেয়েছেন।

কি-ওয়ার্ড সার্চ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসে 'Did Cristiano Ronaldo marry Georgina Rodriguez in Saudi Arabia? Photo goes viral' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, আরিয়ানা গ্রান্দে এবং ডাল্টন গোমেজের বিয়ের ছবিকে এডিট করে রোনালদো এবং তার বান্ধবী জর্জিনার বলে প্রচার করা হচ্ছে। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে স্পেন ভিত্তিক পত্রিকা en.as.com-এ 'Saudi Arabia reportedly set to bend its law to allow Ronaldo to live with partner, Georgina Rodríguez' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "জানা গেছে যে সৌদি আরব ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সাথে বসবাসের অনুমতি দেওয়ার জন্য তাদের আইন শিথিল করতে প্রস্তুত, যা বর্তমানে সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। অবিবাহিত দম্পতিদের সৌদি আরবে একত্রে বসবাস করার অনুমতি নেই।" স্ক্রিনশট দেখুন--


পরবর্তী অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের অনলাইন ভার্সনে 'Cristiano Ronaldo and Georgina Rodriguez 'will be excused from Saudi Arabia's laws which forbid unmarried couples to live together' following his £175m-a-year move to Al-Nassr' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবের আইন অবিবাহিত জুটিদের একত্রে বসবাস করতে বাধা দেওয়া সত্ত্বেও ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে সৌদি আরবে একসাথে থাকার অনুমতি দেওয়া হবে। স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ সৌদি আরবে নারী পুরুষের একত্রে বসবাস সংক্রান্ত আইন শিথিল করে রোনালদো-জর্জিনা জুটিকে থাকা অনুমতি দিয়েছে সৌদি আরব। তাই, সৌদি ক্লাব আল নাসেরে খেলার জন্য বিয়ে করাটা এই জুটির জন্যে আবশ্যক নয়। এছাড়া, এই তারকা জুটির বিয়ের খবর সামাজিক মাধ্যমে প্রচার করা হলে সেটি অসত্য বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সুতরাং সৌদি আরবে থাকার স্বার্থে বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে পর্তুগিজ ফুটবলার রোনালদোর বিয়ে করার ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories