HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সাদিক কায়েমের বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওর কথাগুলো সাদিক কায়েম একটি লেখা থেকে উল্লেখ করেছেন বলে ভিডিওতেই বলেছেন।

By - BOOM FACT Check Team | 31 Aug 2025 9:13 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বৈরশাসক এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খুনি বলেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েম। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে

গত ২৮ আগস্ট ‘Masum Reza’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টেও (টেক্সট ফরম্যাটে) তিনি একই বিষয় উল্লেখ করেছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বাক্যগুলো সাদিক কায়েম একটি লেখা থেকে উল্লেখ করেছেন বলে তিনি টক-শো'য়ের ভিডিওতেই বলেছেন। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় প্রচারিত অংশটুকু তার নিজের মন্তব্য নয়, তিনি মূল ভিডিওতেই দাবি করেছেন একটি লেখায় এই মন্তব্যগুলো করা হয়েছে। মন্তব্যগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেই অংশটুকু কেটে বাদ দিয়ে মূল ভিডিওটির খণ্ডিত অংশ প্রচার করে সাদিক কায়েমের নিজের মন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে সার্চ এর মাধ্যমে যমুনা টেলিভিশনের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গত ২৬ আগস্ট “দুই ভিপি প্রার্থী সাদিক কায়েম- আবিদুলের উত্তপ্ত বাক্য বিনিময়” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ৬মিনিট ৩৬সেকেন্ড থেকে পরবর্তী কিছু অংশের সাথে ফেসবুকে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। 

ভিডিওটি আরো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফেসবুকে প্রচারিত ভিডিওর (৬মিনিট ৩৬সেকেন্ড থেকে পরবর্তী কিছু সময়ের খণ্ডিত ভিডিও) অংশের ঠিক আগের অংশে (৬মিনিট ২৪সেকেন্ড থেকে) সাদিক কায়েম বলেছেন; "উনি (ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ) যে বিষয়টা বলতেছে উনি বারবার যেমন কিছুদিন আগে শিবিরের বিভিন্ন হচ্ছে উনার সোকল্ড অপকর্ম বলে তিনি হচ্ছে পাঠ করেছিল একাত্তর ডট ওআরজি থেকে। ও এর অপর পেজে বলা আছে জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈরশাসক সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি এবং হচ্ছে ওখানে আমি কোট আন-কোট বলতেছি এবং ওখানে বলা আছে হইলো খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী ........." । ভিডিওটির প্রিভিউ দেখুন--

Full View


দেখা যাচ্ছে ফেসবুকে প্রচারিত ভিডিওটি একটি টক-শো'য়ের ভিডিওর দুটি আলাদা আলাদা খণ্ডিত অংশের সংযুক্ত ভিডিও। কেননা মূল ভিডিওর খালেদা জিয়া সম্পর্কিত বক্তব্যের আগের অংশটুকুও কেটে ফেলা হয়েছে।

এছাড়াও ফেসবুকে প্রচারিত ভিডিওটির 'জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈরশাসক সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি এবং .......... খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী' এই অংশের পরে সাদিক কায়েম'কে বলতে শোনা যায়; "তো ঐ ধরণের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইয়েরা যখন প্রভাবিত হয় তখন তো আর কিছু বলার থাকেনা ......।"

অর্থাৎ সাদিক কায়েমের বক্তব্য অনুযায়ী, একটি লেখায় 'জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈরশাসক সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি এবং .......... খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী' উল্লেখ করা রয়েছে সেই বিষয়টি সাদিক কায়েম তার বক্তব্যে উল্লেখ করেছেন। এগুলো তার নিজের মন্তব্য নয় বা ভিডিওতে সরাসরি জিয়াউর রহমান, তারেক জিয়া কিংবা খালেদা জিয়াকে নিয়ে সাদিক কায়েম'কে নিজে থেকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

উল্লেখ্য এই সংক্রান্ত কিছু পোস্টে আলোচ্য ভিডিওটি সহ সাদিক কায়েমের ছাত্রলীগের হয়ে স্লোগান দেওয়ার বলে দ্বিতীয় আরো একটি ভিডিও যুক্ত করা হয়েছে। দ্বিতীয় ভিডিওটি এই প্রতিবেদনে যাচাই করা হয়নি।

সুতরাং সামাজিক মাধ্যমে সাদিক কায়েমের একটি টক-শো'য়ের বক্তব্যের খণ্ডিত অংশ সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

Tags:

Related Stories