সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; সম্প্রতি সিলেটের মাহা শপিংমলে লুটপাট হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২১ আগস্ট ‘সাদিয়া সুলতানা’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “আজ সিলেটে নয়া সড়কে মাহা শপিং মহলে লুটপাট করছে কিছু টুকাই নামক সমন্বয়ক। আওয়ামীলীগ হলেই তাকে মব সৃষ্টি করে, মারধর ও দোকানে লুটপাট এবং হামলা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা নিচ্ছে না পুলিশ।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দাবি করা হচ্ছে শপিং মলে লুটপাটের উক্ত ঘটনাটি গত ২১ আগস্ট ঘটেছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ফেসবুকে প্রচারিত আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ২০২৪ সালের আগস্টে সিলেটের ‘মাহা’ ফ্যাশন হাউসের শোরুমে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনার।
আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে একটি প্রোফাইলে ২০২৪ সালের ০৫ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির সাথে প্রাপ্ত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, 'আজ সিলেট নয়া সড়ক মাহা শপিং মহলে লুটপাট করছে, কিছু ঢুকাইরা, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক ......'। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
সার্চ করে স্থানীয় সংবাদ মাধ্যম 'সিলেট মিরর'-এ ২০২৪ সালের ০৬ আগস্ট "সিলেটে বিভিন্নস্থানে হামলা, ভাঙচুর, লুটপাট" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, সিলেট নগরীতে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরের নয়াসড়কে ০৫ আগস্ট ফ্যাশন হাউস ‘মাহা’র শোরুমে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এছাড়াও আরো একটি স্থানীয় গণমাধ্যমে এই সংক্রান্ত খবর পাওয়া যায়। সম্প্রতি দাবি করে প্রকাশিত ফেসবুক পোস্টের স্ক্রিনশটের (বামে) সাথে ২০২৪ সালে পোস্টকৃত ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি মিল দেখুন --
এছাড়াও সার্চ করে ২০২৪ সালের আগস্টে ফেসবুকে আলোচ্য ঘটনার বিভিন্ন কোণ ও দৃশ্যপট থেকে ধারণ করা ঘটনা সংশ্লিষ্ট ছবি-ভিডিও পাওয়া যায় (১, ২, ৩, ৪, ৫)।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ২০২৪ সালে সিলেটের একটি ফ্যাশন হাউসে লুটের ঘটনার।
সুতরাং সামাজিক মাধ্যমে পুরোনো ঘটনার ভিডিও নতুন করে সাম্প্রতিক ঘটনা দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।