HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এসএসসির পরীক্ষার ফলাফল নিয়ে ভুয়া তথ্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, পুরোনো ছবি ও ভিডিও দিয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।

By - Mamun Abdullah | 21 April 2024 5:51 PM GMT

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফাইল তুলে দেয়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে গেছে। এবার পাশের হার বেশি কিন্তু জিপিএ-৫ এর হার কম। এ রকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

গত ১৬ এপ্রিল 'RS Siam' নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, "2024 সালের SSC পরীক্ষার রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এইবার পাশের হার বেশি কিন্তু জিপিএ-৫ এর হার কম। সবাই সবার জন্য দোয়া করি যেন সবার রেজাল্ট ভালো হয়(আমিন)।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। এখনও চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। আর পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং হার প্রকাশ করা হয় ফলাফল প্রকাশের পর, আগে নয়।

কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে চলতি বছর এসএসপি পরীক্ষার ফলাফল প্রকাশের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এমনকি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর ওয়েবসাইটে এ ধরণের কোনো নোটিশ খুঁজে পাওয়া যায়নি। তবে "এসএসসি’র ফল প্রকাশের সম্ভাব্য তারিখ" শিরোনামে ১৬ এপ্রিল, ২০২৪ তারিখে জনকণ্ঠের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের উদ্ধিৃতি দিয়ে বলা হয়, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। অল্প সময়ের মধ্যে খাতা মূল্যায়নের কাজ শেষ হবে। সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয়, সেদিন থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। স্ক্রিনশট দেখুন-- 


এদিকে, ফেসবুকে প্রচারিত ভিডিওটি যাচাই করতে ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল হস্তান্তর" শিরোনামে Channel 24 এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনটি ২০২৩ সালের ২৮ জুলাই প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল তুলে দেন। ভিডিওটির ২ মিনিট ২৬ সেকেন্ডের পর থেকে আলোচ্য ভিডিওটির দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন--

 Full View


অন্যদিকে আলোচ্য ভিডিওতে প্রথম আলোর প্রতিবেদনের কথাও বলা হয়। কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে সম্প্রতি ২০২৪ সালে এসএসসি পরীক্ষার ফলাফল এবং পাশের হার নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এখনো প্রস্তুত হয়নি বরং পুরানো ভিডিও এবং ছবি দিয়ে চলতি বছর এসএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সুতরাং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে গেছে এবং পাশের হার ও জিপিএ-৫ নিয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা ভিত্তিহীন।

Related Stories