HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কানাডায় শরণার্থীদের স্বাগত জানানোর ছবিকে এডিট করে বিকৃতভাবে প্রচার

ফেসবুকে পোস্ট করা ছবিটি মূল ছবিকে বিকৃত করে বানানো বলে নিশ্চিত হওয়া গেছে।

By - BOOM FACT Check Team | 30 Aug 2020 4:33 PM GMT

সম্প্রতি ফেসবুকের একটি বাংলা পেইজ থেকে ইউরোপে আশ্রিত শরনার্থীদের সংক্রান্ত একটি ভুয়া ছবি প্রচার করা হচ্ছে। "Hypocrite বাঙালি বাবু'' নামক পেজটির পোস্টে দেখা যায় একজন শ্বেতাঙ্গ নারী শরণার্থীদের বিষয়ে গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন এবং প্ল্যাকার্ডটির নীচে এক কোণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগো সংযুক্ত আছে। আর্কাইভ দেখুন এখানে


ফ্যাক্ট চেক:

অনুসন্ধানে দেখা যায় আসল ছবিটি মূলত ২০১৫ সালের সেপ্টেম্বরে কানাডাভিত্তিক ckom.com নামক একটি সংবাদ মাধ্যমে সিরীয় শরনার্থীদের কানাডায় স্বাগত জানিয়ে একটি র‍্যালির খবরে প্রকাশিত হয়। আসল ছবির প্ল্যাকার্ডে লেখা ছিল, "My DOOR IS OPEN FOR REFUGEES"। যদিও পরবর্তীতে পত্রিকাটি ছবিটি সরিয়ে নেয়। তবে গার্ডিয়ানসহ একাধিক গণমাধ্যমে খবরের স্ক্রিনশটটি পাওয়া যাচ্ছে। দেখুন এখানেএখানে

তারপরেই এই ছবিটিকে বিভিন্নভাবে এডিট করে শরনার্থী বিরোধী ভুয়া প্রচারণায় ব্যবহার করা হচ্ছিল। এরকম আরেকটি ভুয়া পোস্ট দেখুন। 

এছাড়া নাইজেল ফারায নামক একজন প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ এডিট করা ছবিটি টুইটারে শরণার্থীদের আশ্রয় দেয়ার বিরোধীতা করে শেয়ার করেন। দেখুন

নাইজেল ফারাজের টুইটের পর কানাডার পত্রিকায় প্রকাশিত ছবিটি যিনি তুলেছেন সেই ল্যাজিয়া ক্রেটজেল গার্ডিয়ান পত্রিকায় একটি কলামে আসল ছবিটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। তিনি সেখানে বলেন, ''আসল ছবিটি আমি তুলি প্রায় ৩ বছর আগে, যখন আমি কানাডার সাস্কেচুয়ান শহরে ckom.com এ একজন রিপোর্টার হিসেবে কাজ করি। সেই আসল ছবিটিতে একজন নারী এমনেস্টি ইন্টারন্যাশনাল এর একটি পোস্টার হাতে ছিলেন এবং সেখানে লিখা ছিল, 'My Door is Open for Refugees' অর্থাৎ আমার দরজা শরনার্থীদের জন্যে খোলা আছে। কিন্তু পরে তা এডিট করা হয়।'' গার্ডিয়ানের লেখাটি এখানে দেখুন।

দ্যা গার্ডিয়ান পত্রিকায় মূল ও ছবিটির ভুয়া একাধিক ভার্সন অনলাইন ছড়িয়ে পড়া নিয়ে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--


Related Stories