HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অসুস্থ শিশুটি বাংলাদেশি নয়, সাহায্যের আবেদন প্রতারণাপূর্ণ

বুম বাংলাদেশ নিশ্চিত হয়েছে, ছবিগুলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিরল রোগে আক্রান্ত নিতেশ নামের এক শিশুর।

By - Minhaj Aman | 29 Dec 2021 8:18 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে টিউমারে আক্রান্ত শিশুর জন্য আর্থিক সাহায্যের আবেদনসহ একটি পোস্ট একাধিক গ্রুপ এবং পেজে দেখা যাচ্ছে। দেখুন এমন কিছু পোস্টের নমুনা এখানে, এখানে এবং এখানে

গতকাল 'MASTI💓💓' নামের গ্রুপে ছবিসহ একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. ফিরোজ মিয়ার ছয় বছর বয়সী ছেলে ইব্রাহিম জটিল টিউমার রোগে আক্রান্ত। পোস্টের সাথে দুটি ছবির একটি কোলাজ যুক্ত করা হয়েছে যেখানে পিতার কোলে একজন শিশু দেখা যাচ্ছে। এছাড়া সেখানে সাহায্য পাঠানোর উদ্দেশ্যে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা একাধিক প্রতিষ্ঠানের হিসেব খোলা এমন মোবাইল নম্বরও দেয়া হয়েছে। সেই পোস্টের স্ক্রিনশট দেখুন--


ছবিটি আলাদাভাবে দেখুন–


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো বাংলাদেশের কোনো শিশুর নয়। একাধিক মাধ্যম থেকে ছবিগুলোর আসল উৎস বের করা গেছে। মূলত মিলাপ নামে ভারতীয় ক্রাউড ফান্ডিং প্লাটফর্মে ছবিটির বিস্তারিত পাওয়া গেছে। সেখানে বলা হয়, ৯ বছর বয়সী নিতেশ বিরল নিউরোফাইব্রোমেটসিস নামক বিরল রোগে আক্রান্ত। দেখুন--


ভাইরাল পোস্টের আরেকটি ছবি দেখুন মিলাপের ওয়েবসাইটে--


সাইটে আরো উল্লেখ করা হয়, নিতেশের পিতার নাম পেনশন লাল এবং মায়ের নাম সুধা বাই। সেখানে আরো উল্লেখ করা হয়, তাদের বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সেহোর এলাকায়।

এছাড়া গত ১৯ ডিসেম্বর মিলাপ এর ভেরিফায়েড টুইটার আইডি থেকেও ছবি দুটিকে ৯ বছর বয়সী নিতেশের বলে উল্লেখ করা হয়। দেখুন--

এছাড়া মিলাপের ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। দেখুন--

Full View

অর্থাৎ ভারতের অসুস্থ শিশু নিতেশকে বাংলাদেশের 'ইব্রাহিম' বলে দাবি করে আর্থিক সহায়তা চাওয়া বিভ্রান্তিকর এবং প্রতারণাপূর্ণ।

Related Stories