HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কোটা আন্দোলনের পুরোনো ভিডিও দিয়ে জাবিতে সম্প্রতি সংঘর্ষের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি ২০২৪ সালে জুলাইয়ে জাবিতে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের।

By - Mamun Abdullah | 21 Sept 2025 12:46 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থদের সংঘর্ষের ঘটনার দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১১ সেপ্টেম্বর ‘আমি মুজিব সৈনিক’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ভয়াবহ অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শিবিরের পক্ষ নিল পুলিশ। বহু হতাহতর আশঙ্কা। ও বিএনপির মব সালারা কি বুজলা রাজনীতি তোমাদের পাছা দিয়ে ভরে দিবে!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সাম্প্রতিক কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে এটি ২০২৪ সালের ১৭ জুলাইয়ে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও।

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে ‘চ্যানেল টোয়েন্টিফোর’ এর লোগো দেওয়া আছে। 

পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে ‘চ্যানেল টোয়েন্টিফোর’ এর ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে এ ধরণের কোনো প্রতিবেদন বা ভিডিও খুঁজে পাওয়া যায়নি। 

তবে, সংশ্লিষ্ট কি ওয়ার্ড সার্চ করে ১৭ জুলাই ২০২৪ সালে প্রকাশিত “জাবিতে অ্যাকশনে নেমেছে পুলিশ; ছুড়ছে গুলি” শিরোনামে ‘চ্যানেল টোয়েন্টিফোর’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যার সঙ্গে প্রতিবেদনের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 

Full View


পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “জাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে” শিরোনামে ‘বাংলা ট্রিবিউন’ এর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয় যায়। ১৭ জুলাই ২০২৪ সালে প্রকাশিত প্রতিবেদনের ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (১৮ জুলাই) বিকাল ৫টায় হঠাৎ শিক্ষার্থীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধের চেষ্টা করলেও গুলির মুখে পিছু হটতে বাধ্য হয়। পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছে। কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে জাবি ক্যাম্পাস। আহতদের মধ্যে ইতিহাস বিভাগের শাকিলের অবস্থা গুরুতর। স্ক্রিনশট দেখুন-- 



অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটলে তা গণমাধ্যমে আসাটাই স্বাভাবিক। যদিও কি ওয়ার্ড সার্চ করে এ ধরণের কোনো তথ্য কিংবা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ আলোচ্য ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের সংঘর্ষের ঘটনার দৃশ্যের নয় বরং এটি ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময়কার ভিডিও।

সুতরাং পুরোনো ভিডিও দিয়ে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশের সংঘর্ষ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories