HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হত্যাকাণ্ডের পুরোনো ভিডিওকে সম্প্রতি বাংলা নববর্ষের সময়ের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি ২০২১ সালে রাজধানী ঢাকার পল্লবীতে ছেলের সামনে বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার।

By - Mamun Abdullah | 30 April 2025 7:36 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে কয়েকজন মানুষ অপর একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, চলতি মাসে বাংলা নববর্ষের সময়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৩ এপ্রিল ‘Muhammad Al-Amin’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “নতুন বাংলাদেশে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সম্প্রতি পালিত হওয়া বাংলা নববর্ষের সময়কার কোনো ঘটনার নয় বরং ২০২১ সালে রাজধানী ঢাকার পল্লবীতে ছেলের সামনে বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার। 

কি-ওয়ার্ড সার্চ করে চলতি মাসে উদযাপিত হওয়া বাংলা নববর্ষের সময়ে বাংলাদেশের কোথাও প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার কোনো প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

তবে, সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে “পল্লবী হত্যাকাণ্ডের পর মুখ খুলছে এলাবাবাসী| সাবেক এমপি আউয়াল ৪ দিনের রিমান্ডে” শিরোনামে সম্প্রচারমাধ্যম ‘NEWS24’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ২২ মে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন হত্যার ঘটনায় গ্রেপ্তার লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে চারদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। দিনে-দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকাণ্ডে জড়িত মানিক র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। স্ক্রিনশট দেখুন-- 



নিচে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং ২০২১ সালের পুরোনো ভিডিওর স্ক্রিনশট (ডানে) ‍দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি-- 



এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে “পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে খুন” শিরোনামে সম্প্রচারমাধ্যম ‘Channel 24’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ২০ মে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, ২০২১ সালের ১৬ মে জায়গা-জমির বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে ভিকটিম শাহীন উদ্দিনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ আলোচ্য ভিডিওটি সম্প্রতি বাংলা নববর্ষের সময়কার নয় বরং এটি ২০২১ সালের একটি হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও। 

অর্থাৎ কয়েক বছর আগে ঢাকার পল্লবীতে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ভিডিওকে সম্প্রতি বাংলা নববর্ষের দিনের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Related Stories