ফেক নিউজ

পুরোনো সামরিক মহড়ার ভিডিওকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৮ সালে নেদারল্যান্ডের একটি সামরিক মহড়ার, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বলা বিভ্রািন্তিকর।

By - BOOM FACT Check Team | 10 March 2022 10:22 AM IST

পুরোনো সামরিক মহড়ার ভিডিওকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বলে প্রচার

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, এটি ইউক্রেনের সেনাঘাঁটিতে রাশিয়ার ভয়ংকর বিমান হামলার ভিডিও। দেখুন এমন দুটি লিংক এখানে ও এখানে

গত ৬ মার্চ '24TV' নামের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটির ক্যাপশন ছিল, 'ইউক্রেনের সেনাঘাটিতে রাশিয়ার ভয়ংকর বিমান হামলা!! উঠিয়ে নিয়ে যাচ্ছে শক্তিশালী যুদ্ধ ট্যাংকার গাড়ি।' অর্থাৎ দাবি করা হয়, ভিডিওটি সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের কোনো ঘাঁটিতে রাশিয়ার হামলা করার। ৭ মিনিট ১১ সেকেন্ডের সেই ভিডিওটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনা-সংশ্লিষ্ট নয়। একাধিক উৎস থেকে জানা গেছে, ভাইরাল এই ভিডিওটি নেদারল্যান্ডের একটি সামরিক মহড়ার। 'Military Archive' নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালে এই ভিডিওটি খুঁজে পাওয়া গেছে যার ক্যাপশন ছিল, '"Heavy Delivery" Dutch CH-47 Chinooks Sling Load Training' দেখুন ভিডিওটি--

Full View

ভিডিওটির বর্ণনায় বলা হয়েছে, ২০১৮ সালের নেদারল্যান্ডের 'Exercise Falcon Autumn 2018' নামে একটি সামরিক মহড়ার ভিডিও।

এছাড়া একই শিরোনামে ভিডিওটি 'ডেইলি মোশন' নামে আরেকটি ভিডিও প্লাটফর্মে দু'বছর আগে পোস্ট করা হয়েছিল। দেখুন--

Full View

অর্থাৎ ২০১৮ সালের নেদারল্যান্ডের সামরিক মহড়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ইউক্রেনে রাশিয়ার হামলার বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories