HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

জুনায়েদ বাবুনগরীর বক্তব্যের অংশবিশেষ এডিট করে প্রচার

হেফাজতে ইসলামের আমিরের ২০১৮ সালের একটি বক্তব্যের আংশিক ভিডিও এডিট করে একাধিক ফেইসবুক পেইজ ও প্রোফাইল থেকে ছড়ানো হচ্ছে।

By - BOOM FACT Check Team | 1 Dec 2020 7:03 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে হেফাজতে ইসলামের বর্তমান আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী রাসুল (স) কে নিয়ে কটুক্তি করেছেন। দেখুন এখানে, এখানে এবং এখানে

পাংগালী পিডিয়া নামের একটি পেইজে গত ২৯ নভেম্বর 'রাসুল সাঃ নিয়ে জুনায়েদ বাবু নাগ্রী নোংরা কথা বললে কি রাসুল অবমাননা হয় না ?' ক্যাপশন দিয়ে ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে মাওলানা জুনায়েদ বাবুনগরীকে বলতে শোনা যায়, "নবী মোহাম্মদ (সাঃ) বলেছেন যে ঘরে কুকুর থাকে, সে ঘরে ফেরেশতা থাকেনা। এটা নবী মোহাম্মদের একটা ধোকা। নবী মোহাম্মদ ধোকা দিয়েছেন। কারন নবী মোহাম্মদ সবসময় নারী আর মদ নিয়ে পড়ে থাকে। সবসময়ই নারী আর মদ নিয়ে শুয়ে থাকে। সে নারীলোভী, মদ্যপী। নারী আর মদ নিয়ে যখন বিশ্রাম করে, কুকুর ঘেউ ঘেউ করে। তার জন্যে সমস্যা হয়ে যায়। সেজন্যে সে এই ফতোয়া জারি করেছে যে কুকুর থাকলে ফেরেশতা ঢুকেনা, কুকুরকে তাড়াইয়া দেও। সে যেন নারী আর মদ নিয়ে বিশ্রাম করতে পারে। আরাম করতে পারে'।'


আরও বেশ কিছু ফেসবুক পেইজ ও প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে এবং একটি ভিডিও এক লাখের বেশিবার ভিউ হয়েছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা যায় উক্ত ভিডিওটি মাওলানা জুনায়েদ বাবুনগরীর একটি সম্পূর্ণ বক্তব্যের অংশবিশেষ মাত্র। মূল ভিডিওটি ২০১৮ সালে (বেফাক)-এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে দেয়া মাওলানা জুনায়েদ বাবুনগরীর একটি বক্তব্যের। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাবুনগরীর দেয়া বক্তব্যের একটি ভিডিও পাওয়া গেছে AL-MADINA. TV নামক একটি ইউটিউব চ্যানেলে। দেখুন ভিডিওটি-

Full View

ভিডিওটির ৫ মিনিট ১২ সেকেন্ড থেকে বাবুনগরীকে বলতে শোনা যায়--

"শুনেছেন আপনারা, রাজীব নামক একজন ব্লগার তার ব্লগের নাম হল থাবা বাবা। সে তার নিজের ব্লগে লেখেছে, খেয়াল করিয়েন, নবী মোহাম্মদ (স) বলেছেন যে ঘরে কুকুর থাকে, সে ঘরে ফেরেশতা থাকেনা। সে বলতেসে এটা নবী মোহাম্মদের একটা ধোকা। নবী মোহাম্মদ ধোকা দিয়েছেন। কারন নবী মোহাম্মদ সবসময় নারী আর মদ নিয়ে পড়ে থাকে। সবসময়ই নারী আর মদ নিয়ে শুয়ে থাকে। সে নারীলোভী, মদ্যপী। নারী আর মদ নিয়ে যখন বিশ্রাম করে, কুকুর ঘেউ ঘেউ করে। তার জন্যে সমস্যা হয়ে যায়। সেজন্যে সে এই ফতোয়া জারি করেছে যে কুকুর থাকলে ফেরেশতা ঢুকেনা, কুকুরকে তাড়াইয়া দেও। সে যেন নারী আর মদ নিয়ে বিশ্রাম করতে পারে। আরাম করতে পারে। এসব কথা বলেছে রাজিব। কত বড় কুখ্যাত বেয়াদব..."

অর্থাৎ বাবুনগরী এই অনুষ্ঠানে নিজে রাসুল (স) সম্পর্কে এই মন্তব্য করেননি। বরং তিনি ২০১৩ সালে নিহত ব্লগার রাজীব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি রাজীবের করা দাবি তুলে ধরেন। কিন্তু সম্প্রতি ফেসবুকে ছড়ানো ভিডিওটি বাবুনগরীর আসল বক্তব্যের ৫ মিনিট ৩৯ সেকেন্ডে "সে বলতেছে(রাজিব)" অংশটুকু ফেলে দিয়ে তৈরি করা হয়।

ফলে বক্তব্যের এডিট করা ভার্সনটি শুনলে মনে হয় যে রাসুল (স) নিয়ে করা মন্তব্যগুলো মাওলানা বাবুনগরীর নিজের। বক্তব্যটিতে ব্লগার রাজিবের বরাত দেয়ার অংশটুকু যা বক্তব্যের শুরুতে এবং শেষে রয়েছে তা বাদ দিয়ে ভিডিওটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দ্যেশ্যে নেয়া হয়েছে। 

অর্থাৎ নতুন করে ছড়ানো মাওলানা জুনায়েদ বাবুনগরীর ভিডিওটি ২০১৮ সালের একটি বক্তব্যের অংশবিশেষ এবং এডিটকৃত যা বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।

Related Stories