সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে হাত-পা বাঁধা একজন ব্যক্তির লাশ উদ্ধারের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি জামালপুরের এক ছাত্রলীগ নেতার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করার দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৪ আগস্ট ‘Atik Rahman’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “জামালপুরে গজরা বাজারে কৃষি ব্যাংকের ছাদের উপরে হাত-পা বাঁধা অবস্থায় নি*খোঁ*জ ছাত্রলীগ নেতার লা*শ। ছেলেটি জামালপুর কলেজ ছাত্রলীগের নেতা ছিলো। ছাত্রলীগ করাই ছেলেটির অপরাধ ছিলো! লা*শে*র পাহাড়ের উপর ওদের ক্ষমতার চেয়ার!!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওতে দৃশ্যমান লাশটি কোনো ছাত্রলীগ নেতার নয় এবং এটি জামালপুরের কোনো ঘটনারও নয়। বরং এটি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবস্থিত কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Md Ariful IslamBabu Prodhan’ নামের একটি ফেসবুক একাউন্টে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। গত ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, “গজরা ইউনিয়নের গজরা বাজার কৃষি ব্যাংকের ছাদে। ওয়াই ফাই পিলারের সাথে সাহাদাত হোসেনকে গত কাল মধ্য রাতে কে বা কারা নিরমর্ম ভাবে হাত পা বেধে গলায় ধরি দিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে রাখে”। ভিডিওটি দেখুন--
আলোচ্য তথ্যের সূত্র ধরে কি ওয়ার্ড সার্চ করে “চাঁদপুরে কৃষি ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বাঁধা মর///দেহ উদ্ধার” শিরোনামে সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল আই’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ফুটেজের সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকায় কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ভিডিওটি দেখুন--
পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “মতলবে কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদে পড়ে ছিল নৈশপ্রহরীর লাশ” শিরোনামে ‘প্রথম আলোর’ অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকায় কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়া আলোচ্য প্রতিবেদনগুলোতে নৈশপ্রহরী সাজ্জাদ হোসেনের কোনো রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ ভাইরাল ভিডিওতে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধারের ঘটনাটি কোনো ছাত্রলীগ নেতার সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এটি জামালপুরের কোনো ঘটনারও নয়। বরং এটি চাঁদপুরের একটি ব্যাংকের নৈশ প্রহরীর লাশ উদ্ধারের ভিডিও।
সুতরাং ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।