HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

উরুগুয়ের ঝড়ের ভিডিওকে ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর বলে প্রচার

২০১৬ সালের উরুগুয়ের এক ঝড়ের ভিডিওকে সাম্প্রতিক ঘুর্ণিঝড় 'ইয়াস' এর বলে দাবি করা হচ্ছে একাধিক ফেসবুক পোস্টে।

By - BOOM FACT Check Team | 26 May 2021 2:22 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে এটি ঘূর্ণিঝড় "ইয়াস" এর। ভাইরাল হওয়া এই ভিডিওতে প্রবল ঝড়ে রাস্তায় গাছপালা উড়ে যেতে দেখা যাচ্ছে। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে এবং এখানে। 

গতকাল ২৫ মে "Taza Viral" নামের একটি ফেসবুক পেজ থেকে ৮ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে লেখা হয় - "এবার ঢুকে পড়ছে জোর্স ঝড় ওড়িশাতে পশ্চিমবঙ্গ তে ঢুকার সম্ভাবনা আছে"। দেখুন স্ক্রিনশট--


অর্থাৎ দাবি করা হচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক ঘূর্নিঝড় 'ইয়াস' এর ভিডিও। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি ২০১৬ সালের উরুগুয়ের ডোলোরেস শহরের ওপর দিয়ে যাওয়া এক টর্নেডো ঝড়ের।

ইনভিড টুল ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ২০১৭ সালের ৬ সেপ্টেম্বরে BuzzFeed-এ এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। 'Here's A Running List Of Misinformation About Hurricane Irma' শিরোনামের সেই প্রতিবেদনে  ২০১৭ সালে আটলান্টিক মহাসাগরে তৈরী হওয়া ঘুর্ণিঝড় 'ইরমা'-কে কেন্দ্র করে ছড়ানো ভুল তথ্যের একটি তালিকা দেয়া হয়েছে। তালিকাটির ১৭ নম্বরে ইয়াস-এর নামে ভাইরাল হওয়া ভিডিওটিকে সেসময় বিভ্রান্তিকরভাবে ইরমা-এর বলে প্রচার করতে দেখা যায়।

প্রতিবেদনটি দেখুন এখানে। 

প্রতিবেদনটিতে ২০১৬ সালে ইউটিউবে আপলোড করা একটি ভিডিও'র কথাও উল্লেখ করা হয়। 

Full View

৩০ সেকেন্ডের এই ভিডিওটির ৮ সেকেন্ড থেকে ইয়াস-এর ভাইরাল হওয়া ক্লিপটুকু দেখা যাচ্ছে। ইউটিউব ভিডিওটির একাধিক কমেন্টের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদ থেকে জানা যায়, এটি ডোলোরেস শহরের টর্নেডোর ভিডিও।

এছাড়া আবহাওয়া বিষয়ক একটি স্প্যানিশ ভাষার ওয়েবসাইটে এই ভাইরাল ভিডিওটির বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়। সেখানেও বলা হয় ছবিগুলি ২০১৬ সালের উরুগুয়ের ডোলোরেস শহরের টর্নেডোর দৃশ্য। দেখুন এখানে। 

ইউটিউব ভিডিওটি ভালো করে লক্ষ করলে একটি দোকানে উপরে ইংরেজিতে "BBVA" লেখা দেখতে পাওয়া যায়। গুগল সার্চ করে জানা যায় 'বিবিভিএ' একটি আর্থিক প্রতিষ্ঠান। উরুগুয়েতে এর একাধিক শাখা আছে। বিস্তারিত দেখুন এই লিংকে। 

গুগল স্ট্রিট ভিউ এর মাধ্যমে উরুগুয়ের ডোলোরেস শহরের এই স্থানটিও খুজে পায় বুম বাংলাদেশ৷ 

গুগল ম্যাপের লিংক দেখুন এখানে। 

উল্লেখ্য, উরুগুয়ের এই টর্নেডোর খবর ২০১৬ সালে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। বিবিসি ও সিএনএন এ প্রকাশিত প্রতিবেদন দুটি দেখুন এখানে এবং এখানে

Related Stories