সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি গণমাধ্যমের ফেসবুক পেজ সহ বিভিন্ন সাধারণ পেজে একটি ভিডিও এবং ভিডিওর স্থিরচিত্র সম্বলিত খবরের ফটোকার্ড পোস্ট করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের লাহোর বিমানবন্দরে আগুনের দৃশ্য এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৬ এপ্রিল অনলাইন সংবাদমাধ্যম ‘Barta Bazar’-এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্থিরচিত্রটি সহ একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, পাকিস্তানের লাহোর বিমানবন্দরে আগুন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
বার্তা বাজার ছাড়াও অনলাইনে আলোচ্য স্থিরচিত্রটি সহ সংবাদ প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ, সময়ের আলো, ঢাকা মেইল, বাংলাদেশ জার্নাল সহ কয়েকটি গণমাধ্যম।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভারত-পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে সম্প্রতি পাকিস্তানের লাহোর বিমানবন্দরে আগুনের দৃশ্য দাবিতে এক বছর আগের অগ্নিকাণ্ডের ভিডিও এবং স্থিরচিত্র প্রচার করা হয়েছে। এছাড়াও ‘গালফ নিউজ’-এর একটি প্রতিবেদনে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শনিবার (২৬ এপ্রিল) বিমানবন্দরে আগুন লাগার বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমস্ত ফ্লাইট সময়সূচী অনুসারে চলছে এবং যাত্রী পরিষেবা অব্যাহত রয়েছে।
ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ইনস্টাগ্রামে ‘tweakpakistan1’ ইউজারনামের একটি অ্যাকাউন্টে ২০২৪ সালের ৯ মে প্রকাশিত আলোচ্য ভিডিওটি পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, লাহোর বিমানবন্দরে আগুনের দৃশ্য (অনূদিত ও সংক্ষেপিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন'-এ ২০২৪ সালের ৯ই মে "Fire at Lahore airport guts immigration system" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ৯ মে, ২০২৪ তারিখে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছিল, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে এটি আন্তর্জাতিক প্রস্থান লাউঞ্জের একটি কনভেয়র বেল্ট থেকে শুরু হয়েছিল এবং দ্রুত কাছাকাছি কাউন্টারে ছড়িয়ে পড়ে।
এছাড়াও, সেসময়ে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের এই ঘটনার প্রতিবেদনেও একই ফুটেজ পাওয়া যায়। প্রতিবেদনটির প্রিভিউ দেখুন-
সামাজিক মাধ্যমে সাম্প্রতিক ঘটনার হিসেবে প্রচারিত ভিডিওর স্থিরচিত্রের (বামে) সাথে ২০২৪ সালের ৯ই মে প্রকাশিত ভিডিওর স্থিরচিত্রের (ডানে) তুলনামূলক মিল দেখুন--
অর্থাৎ ভিডিওটি ২০২৪ সালের মে মাসের একটি দুর্ঘটনার।
এদিকে, সার্চ করে সামাজিক মাধ্যমে আলোচ্য ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সে বিষয়ে ‘গালফ নিউজ’-এর গত ২৭ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) লাহোর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার দাবি অস্বীকার করেছে (অনূদিত ও সংক্ষেপিত)।
এছাড়াও পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, "লাহোরে বিমানবন্দরের কার্যক্রম কোনও বাধা ছাড়াই সুষ্ঠুভাবে চলছে। শনিবার বিমানবন্দরে আগুন লাগার বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমস্ত ফ্লাইট সময়সূচী অনুসারে চলছে এবং যাত্রী পরিষেবা অব্যাহত রয়েছে"।
সুতরাং গণমাধ্যমে পুরোনো ভিডিও ভারত-পাকিস্তানের সংঘাতমত পরিস্থিতিতে সাম্প্রতিক ঘটনা বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।