HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

দক্ষিণ কোরিয়ার কিছু সেনা সদস্যের ইসলাম গ্রহণের খবরটি বেশ পুরোনো

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ৩৭ সদস্য ইসলাম গ্রহণ করেন ২০০৪ সালে; প্রায় দেড় যুগ আগের খবর নতুন করে প্রচার করা বিভ্রান্তিকর।

By - Md Abdullah Khan | 15 Jun 2021 1:30 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের অসংখ্য আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একদল সেনা সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে একটি কক্ষে এক সেনা সদস্য দাঁড়িয়ে কথা বলছেন; যার সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন ইসলাম ধর্মের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবী ও টুপি পরিহিত দু'জন এবং পেছনে বেশ কয়েকজন সেনা সদস্য সুশৃঙ্খলভাবে বসে আছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

'Nusrat Jahan Jannat' নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১০ মে ছবিটি পোস্ট করে লেখা হয়, " #আলহামদুলিল্লাহ, ৩৪ জন দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তা ডকুমেন্ট সহ লিখিতভাবে ইসলাম গ্রহণ করেছেন।" অর্থাৎ, পাঠকের মনে হতে পারে এটি সম্প্রতি দক্ষিন কোরিয়ার সেনা সদস্যদের ইসলাম ধর্ম গ্রহণের ছবি।

পোস্টটির আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্ট চেক

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এই খবরটি ২০০৪ সালের এবং ছবিটিও সেই সময়ের। অর্থাৎ, ঘটনাটি সাম্প্রতিক নয়।

রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়,  'Turntoislam.com' নামের একটি ব্লগে ২০০৬ সালের ১৬ অক্টোবর ছবিটি পোস্ট করা হয়েছে। তবে সম্প্রতি ভাইরাল হওয়া পোস্টগুলোতে ইসলাম গ্রহণকারী সেনাদের সংখ্যা ৩৪ জন বলে দাবি করা হলেও তৎকালীন ওই ব্লগে সেসময়ে দক্ষিণ কোরীয় ৩৭ সেনা ইসলাম গ্রহণ করেন বলে উল্লেখ করা হয়। এছাড়াও গত দেড় দশকে একাধিক ব্লগে বিভিন্ন সময়ে ছবিটি একই তথ্যসহ পোস্ট করা হয়েছে। 

Turntoislam.com' এর স্ক্রিনশট 

খবরটি বিস্তারিত যাচাইয়ের উদ্দেশ্যে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করে মালয়েশিয়ার সংবাদমাধ্যম Thestar.com.my-এ ২০০৪ সালের ২৯ মে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যার শিরোনাম "S. Korean soldiers convert to Islam before Iraq tour"। খবরটিতে বলা হয়, তৎকালে যুদ্ধ বিধ্বস্ত ইরাকের পুনর্গঠন ও চিকিৎসা সেবার জন্য তিন হাজার সেনা সদস্য এবং সাড়ে ছয়শ' চিকিৎসা কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া সরকার। তন্মধ্যে ৩৭ জন সেনা সদস্য ইরাকে যাওয়ার আগ মুহুর্তে রাজধানী সিউলের এক মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দেখুন প্রতিবেদনটির স্ক্রিনশট--

প্রতিবেদনটির স্ক্রিনশট 

এছাড়াও, আন্তর্জাতিক ছবি সংরক্ষণকারী সংস্থা Aalamy.com-এ এই ঘটনার একাধিক ছবি খুঁজে পাওয়া গেছে, যেসব ছবি বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক Kim Kyung-Hoon তুলেছেন। সেখানেও ঘটনাটি ২০০৪ সালের ২৮ মে ৩৭ জন দক্ষিণ কোরীয় সেনার ইসলাম গ্রহণের বলে উল্লেখ করা হয়। আরো বলা হয়, স্বেচ্ছাসেবী হিসেবে ইরাকে যাওয়ার আগে ইসলাম ধর্ম ও ইসলামি সংস্কৃতি সম্পর্কে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে তারা ইসলাম গ্রহণ করেন। দেখুন স্ক্রিনশট--


সুতরাং, দক্ষিণ কোরিয়ার কিছু সেনা সদস্যের ইসলাম গ্রহণের প্রায় দেড় যুগ পুরানো ঘটনার ছবিকে নতুন করে তথ্যগত (৩৭ জনের স্থলে ৩৪ জন) ভুল'সহ নতুন করে ভাইরাল করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Army

Related Stories