HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নুরুর ভিডিও রিভার্স মুডে এডিট করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, নুরুল হক নুরের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ রিভার্স মুডে এডিট করে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে।

By - Ameer Shakir | 31 July 2023 5:41 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুরের ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, হিব্রু ভাষায় তিনি বক্তব্য দিচ্ছেন যার বাংলা অর্থ দাঁঁড়ায়, তাঁর পাঞ্জাবি ছিঁড়ে যাওয়ায় তিনি পাঞ্জাবি কেনার জন্য বিকাশে টাকা চাচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এবং এখানে

গত ২২ জুলাই 'kabir ahmed' নামের একটি পেজ থেকে এমন একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "নুরু হিব্রু ভাষায় যা বলেছে আমি তা বাংলা ট্রান্সলেট করে দিয়েছি। নুরু বলছে আমার পাঞ্জাবি ছিড়ে গেছে আমাকে পাঞ্জাবি কেনার জন্য টাকা বিকাশ করুন।" ভিডিওতে নুর কি বলছেন তা কিছুই বোঝা যাচ্ছে না। নিচে পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--


পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি বিভ্রান্তিকর। গত ২০ জুলাই গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুরের দেয়া বক্তব্যের ছোট একটি ভিডিও ক্লিপকে রিভার্স মুডে এডিট করে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে।

আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে BanglainfoTube.com নামের একটি ফেসবুক পেজে গত ২০ জুলাই আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়, যে ভিডিওর সাথে আলোচ্য ভিডিওটির দৃশ্য, ভিডিওতে দৃশ্যমান উপস্থিত মানুষ ও তাদের পোশাকের মিল রয়েছে। ৩ মিনিট ৫২ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে নুরকে বাংলা ভাষায় বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি দেখুন--

Full View

যেহেতু আলোচ্য ভিডিওর সাথে ফেসবুক ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে কিন্তু অডিও বা ভাষাগত মিল নেই, এর ভিত্তিতে বুম বাংলাদেশ ধারণা করে আলোচ্য ভিডিওটি অডিও সহ রিভার্স মুডে এডিট করা হয়ে থাকতে পারে। তাই ভিডিওটিকে পুনরায় রিভার্স করার সিদ্ধান্ত নেয়া হয়। সেজন্য একটি ফেসবুক ডাউনলোডার (snapsave.app) এর মাধ্যমে আগে ভিডিওটি ডাউনলোড করে নেয়া হয়। আলোচ্য ফেসবুক পোস্ট থেকে ডাউনলোড করা দুর্বোধ্য ভাষার ভিডিওটি দেখুন--

এরপর কি-ওয়ার্ড সার্চ করে ভিডিওকে অডিও সহ রিভার্স মুডে এডিট করার অসংখ্য টুলস পাওয়া যায়, তন্মধ্যে বুম বাংলাদেশ www.kapwing.com এর মাধ্যমে অনলাইনেই ভিডিওটি রিভার্স করায় ভিডিওটির প্রকৃত ভার্সনটি ফিরে পায়, সেক্ষত্রে এখানে দেয়া লিংকে গিয়ে নুরের আলোচ্য ভিডিওটি আপলোড করে রিভার্স করতে হবে। এছাড়া, ভিডিও রিভার্স মুডে এডিটিংয়ের আরেকটি টুলস www.fileconverto.com মাধ্যমে ভিডিওটি রিভার্স করে ডাউনলোড করা হয়। দেখুন আলোচ্য ভিডিওটির পুনরায় রিভার্স করা ভিডিও, যা প্রকৃত ভার্সন--

১৫ সেকেন্ডের এই ভিডিওতে নুরকে বলতে শোনা যায়, "পুলিশের সহযোগীতায় আজকে এই গোয়েন্দা সংস্থার দালাল এই জামান সাহেব আমাদের কার্যালয়ে তালা লাগিয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে মারধর করেছে।"

কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে এই ঘটনাটি গত ২০ জুলাইয়ের। আভ্যন্তরীণ দ্বন্দ্বে গণ অধিকার পরিষদ দুই ভাগ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকার পল্টনে অবস্থিত জামান টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ গেইটে তালা ঝোলানো হয়। সেই তালা ভাঙ্গতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি শিকার হন, সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুর। এ সময় তাঁর পোশাক ছিঁড়ে যায় এবং সেই অবস্থাতেই গণমাধ্যমকে ব্রিফিং করেন তিনি। পুরো ঘটনা সরাসরি প্রচার করা হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

অর্থাৎ গত ২০ জুলাই গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুরের দেয়া বক্তবব্যের ছোট একটি ক্লিপ রিভার্স মুডে এডিট করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে, এটি হিব্রু ভাষায় দেয়া কোনো বক্তব্য নয় কিংবা বক্তব্যে তিনি বিকাশে টাকাও দাবি করেননি।

সুতরাং নুরুল হক নুরের দেয়া একটি বক্তব্যের ভিডিও রিভার্স মুডে ফেসবুকে প্রচার করা হচ্ছে বিভ্রান্তিকর দাবিতে।

Related Stories