HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নেপালের ভিডিও দিয়ে বাংলাদেশে হিন্দু ছেলেকে পিটিয়ে হত্যার বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং এটি নেপালে গত সেপ্টেম্বরে সংঘটিত জেন-জি আন্দোলনের ভিডিও।

By - Mamun Abdullah | 31 Oct 2025 1:16 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একজন ব্যক্তিকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইসকন জঙ্গি ট্যাগ দিয়ে এক হিন্দু ছেলেকে তৌহিদী জনতা পিটিয়ে হত্যা করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে এবং এখানে

গত ৩০ অক্টোবর ‘Anjan Kmon’ নামক একটি আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে উল্লেখ করা হয়, “ইস্কন জ*ঙ্গি ট্যাগ দিয়ে সনাতন ধর্মের হিন্দু ছেলেটিকে পিটিয়ে হ*ত্যা করল তৌহিদী জনতা নামের কুলাঙ্গাররা.. #জঙ্গি #মব_সন্ত্রাস #বাংলাদেশ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশে ইসকন জঙ্গি ট্যাগ দিয়ে এক হিন্দু ছেলেকে তৌহিদী জনতার পিটিয়ে হত্যা ঘটনার নয় বরং এটি নেপালে গত সেপ্টেম্বরে সংঘটিত জেন-জি আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশদাতা ডিএসপিকে (ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ) পিটানোর ঘটনার দৃশ্য।

ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Gen Z Nepal’র অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, গতকাল গুলি করার নির্দেশ দেওয়া DSP এর অবস্থা (অনূদিত)। স্ক্রিনশট দেখুন-- 



আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে “नेपाल में प्रदर्शनकारी उग्र, DSP को लगी गोली, हालात तनावपूर्ण” শিরোনামে ভারতীয় গণমাধ্যম ‘ABPLIVE’র ইউটিউব চ্যানেলে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটি নেপালের একজন ডিএসপি (DSP)। যিনি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। এবং এটি বিক্ষোভকারী কর্তৃক ডিএসপির ওপর লাঠি দিয়ে পেটানোর ভিডিও। ভিডিওটি দেখুন--

Full View


অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশে ইসকন জঙ্গি ট্যাগ দিয়ে এক হিন্দু ছেলেকে পিটিয়ে হত্যা ঘটনার নয় বরং এটি নেপালে গত সেপ্টেম্বরে সংঘটিত জেন-জি আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশদাতা ডিএসপিকে পিটানোর ঘটনার দৃশ্য।

সুতরাং নেপালে জেন-জি আন্দোলনের ভিডিও দিয়ে বাংলাদেশে হিন্দু ছেলেকে পিটিয়ে হত্যার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories