HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

না, সম্প্রতি অভিনয় ছাড়ার ঘোষণা দেননি অভিনেতা মিশা সওদাগর

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে হারের পর মিশা সওদাগর এমন ঘোষণা দিয়েছেন তা কোথাও খুঁজে পায়নি বুম বাংলাদেশ।

By - BOOM FACT Check Team | 3 Feb 2022 4:01 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, সাম্প্রতিক শিল্পী সমিতি নির্বাচনে হেরে আর সিনেমা না করার ঘোষণা দিয়েছেন মিশা সওদাগর। দেখুন এমন তিনটি পোস্ট এখানে, এখানে এবং এখানে

গত ৩০ জানুয়ারি 'Binodon News - বিনোদন নিউজ ☑️' নামের ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করা হয়, যার শিরোনাম ছিল, 'নির্বাচনে হেরে সিদ্ধান্ত নিলেন আর ছবি করবেন না মিশা সওদাগর'। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের কাছে হেরেছেন অভিনেতা মিশা। দেখুন আলোচ্য পোস্টটির স্ক্রিনশট--


খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--


খবরটির আর্কাইভ পড়ুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মিশা সওদাগরের অভিনয় ছাড়ার ঘোষণা দেয়ার খবরটি বিভ্রান্তিকর। প্রথমত, এই খবরটির শিরোনামে মিশা সওদাগরের নির্বাচনে হেরে সিনেমা ছাড়ার কথা বলা হলেও বিস্তারিত অংশে নির্বাচন সংক্রান্ত কিছুই পাওয়া যায়নি। দ্বিতীয়ত, নানাভাবে সার্চ করেও নির্বাচনের পর মিশা সওদাগরের সিনেমাকে বিদায় জানানো সংক্রান্ত সাম্প্রতিক কোন খবর পাওয়া যায়নি।

আলোচ্য খবরটির বিস্তারিত অংশে বলা হচ্ছে, টানা কাজ করে হাঁপিয়ে উঠায় সিনেমাজগৎ থেকে বিদায় নিতে চাচ্ছেন। এ সংক্রান্ত বিস্তারিত সার্চ করে দৈনিক ইনকিলাবে একটি খবর পাওয়া গেছে। ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি 'আবারো চলচ্চিত্রকে বিদায় জানালেন মিশা' শিরোনামের খবরটিতে মিশা সওদাগরের বরাতে বলা হয়, 'টানা কাজ করে হাঁপিয়ে উঠেছি। বলতে গেলে জীবনের পুরো সময়টা চলচ্চিত্রেই কাটিয়ে দিয়েছি। মানুষের ভালোবাসাও পেয়েছি। এবার একটু অবসর দরকার'। সুতরাং সিনেমাকে বিদায় জানানোর খবরটি ২০২০ সালে প্রচারিত হয়েছিল। দেখুন ইনকিলাবের খবরটি--


যদিও সেটিকে পরবর্তীতে গুজব বলে দাবি করা হয় একাধিক মূলধারার সংবাদমাধ্যমে। একই বছরের ৫ জানুয়ারি জাগোনিউজ২৪ এ প্রকাশিত 'মিশা সওদাগরের অভিনয় ছেড়ে দেওয়ার গুজব' শিরোনামের একটি প্রতিবেদনে বলা হয়, মিশা অভিনয় ছাড়ছেন না। এটা গুজব ছাড়া আর কিছুই নয়। মিশা আছেন, থাকবেন আর নিয়মিত অভিনয় করে যাবেন। মিশা বর্তমানে যুক্তরাষ্ট্রে তার স্ত্রী পুত্রের সঙ্গে আছেন। সেখানেই জন্মদিন কাটিয়েছেন তিনি। দেখুন--


আরো বিস্তারিত সার্চ করে ২০১৭ সালে মিশা সওদাগরের একটি স্বাক্ষাতকার খুঁজে পাওয়া গেছে যেখানে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। বিডিনিউজ২৪কে দেয়া সেই সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, "শুটিং করতে গিয়ে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসা করাতে হবে। আমার বড় ছেলে আমেরিকায় চলে গেছে। ছোট ছেলে আর স্ত্রীকে নিয়ে দেশে আছি আমরা। পরিবারকে সময় দিতে হবে।" তবে সিনেমা না করলেও চলচ্চিত্র সমিতিতে থাকবেন বলেও প্রতিবেদককে জানান তিনি। দেখুন সেই প্রতিবেদনের স্ক্রিনশট--


বিডিনিউজ২৪ এর প্রতিবেদনটি পড়ুন এখানে

এছাড়া ২০১৭ সালে দৈনিক প্রথম আলোকে এক ভিডিও স্বাক্ষাতকারেও একই বক্তব্য দেন মিশা সওদাগর। দেখুন সেই সাক্ষাৎকারের ভিডিও--Full View

সুতরাং অভিনেতা মিশা সওদাগরের অভিনয় ছাড়ার খবর একাধিক সময়ে গণমাধ্যমে চাউড় হলেও সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে তিনি নতুন করে অবসরে যাওয়ার কোনো ঘোষনা দেননি।

অর্থাৎ ভিত্তিহীন শিরোনামে মিশা সওদাগরের অভিনয় ছাড়ার পুরোনো খবর নতুন করে প্রচার করা হচ্ছে।

Related Stories