HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো এডিটেড ভিডিওর বরাতে বিভ্রান্তিকর খবর প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, হার্দিক পান্ডিয়ার পুরোনো একটি এডিটেড ভিডিওর বরাতে গণমাধ্যমটিতে খবরটি প্রকাশ করা হয়েছে।

By - Tausif Akbar | 31 Dec 2023 5:42 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করে বলা হচ্ছে, বিমানবন্দরে হার্দিক পান্ডিয়াকে দেখে রোহিত শর্মার ভক্তরা 'রোহিত রোহিত' বলে স্লোগান দিয়েছে। এরকম দুইটি পোস্ট দেখুন এখানে এবং এখানে

গত ২৭ ডিসেম্বর 'Sportzwiki Bengali' এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে "মুম্বাই কা রাজা ... রোহিত", হার্দিক পান্ডিয়াকে দেখে এয়ারপোর্টে চিৎকার ফ্যান্সদের !!" ক্যাপশনে একটি খবরের লিংক পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গুজরাট টাইটান্সের অধিনায়ক থাকা অবস্থায় হার্দিক পান্ডিয়ার গত মার্চের পুরোনো একটি ভিডিওতে ভিন্ন একটি স্লোগানের অডিও যুক্ত করে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশ করা হয়। সেই এডিটেড ভিডিওর বরাতে গণমাধ্যমে সাম্প্রতিক হিসেবে খবরটি প্রকাশ করা হয়েছে। অথচ, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছে চলতি ডিসেম্বরের ১৫ তারিখ।

প্রতিবেদনে উল্লিখিত (এম্বেড) এক্স ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভারতীয় গণমাধ্যম 'এনডিটিভি'-তে গত ২৬ মার্চ "Ahead Of IPL 2023, Hardik Pandya Spotted With Family At Airport" শিরোনামে আলোচ্য ভিডিওটি সহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে তার স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ এবং ছেলে অগস্ত্যের সাথে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। হার্দিক গুজরাটকে তাদের প্রথম মৌসুমে (২০২২) আইপিএল শিরোপা এনে দেন"। প্রতিবেদনের ভিডিওতে ভিডিওতে দাবি অনুযায়ী কোনো স্লোগান পাওয়া যায়নি। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, ফেসবুকে ভারতীয় সংবাদমাধ্যম 'জুম টিভি' এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৭ মার্চ "Spotted: Hardik Pandya with family | Zoom Papz | Zoom TV" শিরোনামেও আলোচ্য ভিডিওটি খুঁজে (পোস্ট) পাওয়া যায়। ভিডিওর বর্ণনায় উল্লেখ করা হয়, "পান্ডিয়া পরিবার #IPL2023-এর জন্য যাত্রা করেছে!"। এখানেও দাবি অনুযায়ী কোনো স্লোগান পাওয়া যায়নি। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ভিডিওটি গত মার্চ মাসের আইপিএল-২০২৩ এর সময়কার। সেসময়ে পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের নয় বরং গুজরাট টাইটান্সের অধিনায়ক ছিলেন। আর মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে গত ১৫ ডিসেম্বর

উল্লেখ্য, ২০২০ সালেও "মুম্বাই কা রাজা....রোহিত" শীর্ষক স্লোগান দেওয়ার ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়। এছাড়াও আলোচ্য (দাবির) ভিডিওতে যে স্লোগানের অডিওটি যুক্ত করা হয়েছে হুবহু সেই কণ্ঠে দেওয়া স্লোগানের ভিডিওটি ২০২০ সালের ১৮ জানুয়ারি 'Bharat Yadav' নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এছাড়াও হার্দিক পান্ডিয়ার ভিন্ন আরো একটি ভিডিওতে এই স্লোগান যুক্ত করে প্রচার করতে দেখা গেছে। তবে এটা সত্য যে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ঘোষণা করায় রোহিত শর্মার ভক্তরা সামাজিক মাধ্যমে বিষয়টিতে প্রতিক্রিয়া দেখিয়েছেন

ইউটিউব ভিডিওটির প্রিভিউ দেখুন--

Full View


অর্থাৎ হার্দিক পান্ডিয়ার একটি পুরোনো ভিডিওটিতে ভিন্ন একটি অডিও যুক্ত করে সাম্প্রতিক হিসেবে প্রচার করা হচ্ছে।

সুতরাং এডিটেড পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সত্য ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories