সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া একটি বক্তব্যের ভিডিও শেয়ার করা হচ্ছে, এতে দেখা যায় তিনি বলেছেন, দেশ এখন দুর্বৃত্তদের দখলে, লুটেরাদের দখলে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩১ মার্চ 'Jononetri Sheikh Hasina Parishod' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়া একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব : কি বলতেছে শুনুন!" ভিডিওটিতে মির্জা ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, "দেশ এখন দুর্বৃত্তদের দখলে, দেশ এখন মাফিয়াদের দখলে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ২০২৪ সালের ৩০ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর প্রাঙ্গণে দলের নেতাকর্মীরা সমবেত হন। এসময়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময়ে উক্ত মন্তব্য করেন।
আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩০ মে "‘দেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, লুটেরাদের দখলে’ | BNP | BD Politics | Jamuna TV" আপলোডকৃত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে মির্জা ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, "বাংলাদেশ এখন পুরাপুরি দূর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা-মাফিয়াদের কবলে।" ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির ওয়েবসাইটে গত ৩০ মে "দেশ এখন লুটেরা মাফিয়াদের দখলে: মির্জা ফখরুল" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বাংলাদেশ এখন লুটেরা-মাফিয়াদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলা নগর এলাকায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত শেষে এ মন্তব্য করেন তিনি।"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও ঢাকা ট্রিবিউন, দেশ রূপান্তর এবং চ্যানেল আই অনলাইনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি "দেশ মাফিয়া ও লুটেরাদের কবলে" আছে শীর্ষক কোনো মন্তব্য করেননি।
সুতরাং বিএনপি মহাসচিবের ২০২৪ সালের মে মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে করা একটি মন্তব্যকে তার সাম্প্রতিক মন্তব্য বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।