HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সম্পাদিত। মির্জা ফখরুলের বক্তব্যের ভিডিওতে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।

By - BOOM FACT Check Team | 29 April 2025 9:05 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য প্রদানের সময় দর্শক-শ্রোতা ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত এপ্রিল ‘’ নামক পেজ/ ইউজার নেম এর একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি রিলস ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর ওপরে উল্লেখ করা হয়, “স্লোগান শুনে মামা লজ্জা পাইছে”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সম্পাদিত। গত ২০ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ভিডিওতে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।

ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে বিএনপির অফিসিয়াল পেজে গত ২০ এপ্রিল ধারণ করা একই দৃশ্যের ভিন্ন কোণ থেকে ধারণ করা একটি লাইভ ভিডিও পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

সার্চ করে দেখা যায়, গত ২০ এপ্রিল বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অফিসিয়াল পেজের লাইভ ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



লাইভ ভিডিওটির ৫৬ মিনিট ১২ সেকেন্ড থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য শুরু করতে দেখা যায়। লাইভ ভিডিওটির শেষ পর্যন্ত (এক ঘন্টা ১৩ মিনিট পর্যন্ত) তিনি বক্তব্য প্রদান করেন। এসময়ে তার বক্তব্যের মধ্যে শ্রোতাদের মধ্য থেকে "বিএনপি চাঁদাবাজ" শীর্ষক কোনো স্লোগান (অডিও) দিতে দেখা যায়নি। ফেসবুকে প্রচারিত ভিডিওটির স্থিরচিত্রের সাথে (বামে) বিএনপির অফিশিয়াল পেজে পাওয়া লাইভ ভিডিওর স্থিরচিত্রের হুবহু একই দৃশ্যের (৫৬.৪৬ সেকেন্ড) পাশাপাশি মিল দেখুন--



এছাড়াও আলোচ্য বিষয়টিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের দৃশ্য সহ ভিডিও প্রতিবেদন করেছে ডিবিসি নিউজ, একাত্তর টেলিভিশন সহ বেশকিছু গণমাধ্যম। তবে এই গণমাধ্যমগুলোর ভিডিওতেও আলোচ্য দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ডিবিসি নিউজের ভিডিও প্রতিবেদনের প্রিভিউ দেখুন--

Full View


পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সময়ে বিএনপিকে চাঁদাবাজ বলে স্লোগান দেওয়ার ঘটনা সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। 

অর্থাৎ আলোচ্য ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে। বিএনপির অফিশিয়াল পেজে পাওয়া লাইভ ভিডিওর ৫৬.৪৬ সেকেন্ড এর আগে-পরের একটি খণ্ডিত অংশের সাথে অডিওটি যুক্ত করা হয়েছে।

সুতরাং সামাজিক মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ভিডিওতে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories