HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আইসিসি নয়, ইএসপিএন এর পুরস্কার জিতেছেন নারী ক্রিকেটার মারুফা

বুম বাংলাদেশ দেখেছে, ইএসপিএন ক্রিকইনফো এর বর্ষসেরা ওডিআই বোলিং পারফর্মেন্স বিজয়ী হয়েছেন বাংলাদেশের মারুফা আক্তার।

By - Tausif Akbar | 25 Feb 2024 5:02 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, আইসিসির বর্ষসেরা নারী ওডিআই পারফর্মেন্স-২০২৩ বিজয়ী হয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ২০ ফেব্রুয়ারি 'The Sports Page' নামের ফেসবুক পেজ থেকে "Marufa Akhter wins ICC Women's ODI Performance of the Year" লেখা সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, "Bangladesh’s young pace sensation, Marufa Akhter has won the prestigious ICC Women’s ODI Performance of the Year Award for her brilliant spell of 4-29 against India"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আইসিসি নয় বরং ইএসপিএন ক্রিকইনফো এর বর্ষসেরা ওডিআই বোলিং পারফরম্যান্স বিজয়ী হয়েছেন বাংলাদেশের উদীয়মান নারী ক্রিকেটার মারুফা আক্তার। তবে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার-২০২৩ এর ৪ জনের সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন তিনি, যদিও চূড়ান্তভাবে এ বিভাগে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ফিবি লিচফিল্ড। 

দাবি অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ করে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৩ সালের বর্ষসেরাদের একটি তালিকা পাওয়া যায়। তবে এই তালিকায় 'Women's ODI Performance of the Year' নামে কোনো ক্যাটাগরি বা বিভাগ পাওয়া যায়নি। তবে 'EMERGING WOMEN'S CRICKETER OF THE YEAR 2023' বা 'বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার-২০২৩' ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় (মনোনয়ন) বাংলাদেশের মারুফা আক্তারের নাম পাওয়া যায়।

যদিও চূড়ান্ত ফলাফলে গত ২৪ জানুয়ারি এই ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয় অস্ট্রেলিয়ার প্রমীলা ক্রিকেটার ফিবি লিচফিল্ড'কে। বাংলাদেশের মারুফা সহ সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পাওয়া তিন উদীয়মান নারী ক্রিকেটারকে পেছনে ফেলে বিজয়ী হন লিচফিল্ড। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নিউজের স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আইসিসি উদীয়মান নারী ক্রিকেটার হিসেবে মারুফা আক্তার মনোনয়ন পেলেও, চূড়ান্তভাবে তিনি বিজয়ী হননি।

এদিকে, পরবর্তীতে Women's ODI, bowling, Awards 2023, Marufa Akter সহ সংশ্লিষ্ট কিছু শব্দ দিয়ে কি-ওয়ার্ড সার্চ করে খেলাধূলা বিষয়ক ওয়েবসাইট 'espncricinfo' তে গত ২০ ফেব্রুয়ারি "ESPNcricinfo Awards 2023 Women's ODI bowling winner: Marufa four, Bangladesh won" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডস-২০২৩ এর উইমেন্স ওডিআই বোলিং ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মারুফা আক্তার। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



এছাড়াও প্রতিবেদনের শেষে 'ESPNcricinfo Awards 2023' শিরোনামে ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ড-২০২৩ এর বিজয়ীদের তালিকার লিংকটি পাওয়া যায়। লিংকে প্রবেশ করে দেখা যায়, ২০২৩ সালের জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকারের কারণে মারুফা আক্তার 'Women's ODI bowling performance of the year' ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন। ইএসপিএন ক্রিকইনফো সাইটে বিজয়ীদের তালিকার স্ক্রিনশট দেখুন--



এই সংবাদটি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। "মারুফার সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা" শিরোনামে গত ২০ ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।

অর্থাৎ ইএসপিএন ক্রিকইনফোর 'উইমেন্স ওডিআই বোলিং পারফর্মেন্স অব দ্য ইয়ার-২০২৩' পুরস্কার জিতেছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার।

সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে আইসিসির বর্ষসেরা নারী ওডিআই পারফর্মেন্স বিজয়ী হয়েছেন বাংলাদেশের মারুফা আক্তার মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা সঠিক নয়।

Related Stories