HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হাসিনা-ইমরান করমর্দনের ভুয়া ছবি আলোচিত The Eastern Link পোর্টালে

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকার ও রাজনীতি বিষয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে আলোচিত হয়েছে চলতি বছর নিবন্ধিত ওয়েবসাইটটি।

By - Qadaruddin Shishir | 30 July 2020 11:33 AM GMT

theeasternlink.com নামে একটি অনলাইন পোর্টালে "India Outplayed By Imran's Hasina Swing" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গত ২২ জুলাই।

পোর্টালটি বাংলাদেশে সব জায়গা থেকে প্রবেশযোগ্য না হওয়ায় সেটির আর্কাইভ করা লিংক দেখা যাবে এখানে


প্রতিবেদনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইমরান খানের করমর্দনের যে ছবি ব্যবহার করা হয়েছে সেটি ভুয়া। ভিন্ন দুটি ছবিকে সম্পাদনা করে দেখানো হয়েছে ইমরান খান ও শেখ হাসিনা করমর্দন করছেন।

India Outplayed By Imran's Hasina Swing. https://theeasternlink.com/india-outplayed-by-imrans-hasina-swing/

Posted by The Eastern Link on Wednesday, July 22, 2020


২০১৯ সালের অক্টোবর মাসে এই এডিট করা ভুয়া ছবিটি বাংলাদেশি ও ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

যেমন ২০১৯ সালের ২ অক্টোবর বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি এর ওয়েবসাইটে "শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী" শিরোনামের খবরে ছবিটি ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে। 

ইনকিলাবের একই দিনের এ সংক্রান্ত প্রতিবেদনেও একই ভুয়া ছবি ব্যবহার করা হয়। দেখুন এখানে। 

পরদিন কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি হান্ট-ও ভুয়া ছবিটি তাদের প্রতিবেদনে প্রকাশ করে। দেখুন এখানে। 

প্রকৃতপক্ষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে শেখ হাসিনার ২০১৬ সালের মে মাসে জাপান সফরের সময় তোলা একটি ছবির একাংশ এবং ২০১৮ সালের অক্টোবর মাসে পাকিস্তানে ইরানের একটি প্রতিনিধি দলের সাথে ইমরান খানের সাক্ষাতের একটি ছবির একাংশ কেটে জোড়া লাগিয়ে 'হাসিনা-ইমরান করমর্দনের' ছবিটি তৈরি করা হয়েছে।

শেখ হাসিনা ও অ্যাবের করমর্দনের মূল ছবি দেখুন গেটি ইমেজ এর ওয়েবসাইটে। 

ইমরানের সাথে ইরানি প্রতিনিধি দলের সদস্যের করমর্দনের ছবি দেখুন পাকিস্তান জং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে। 

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া theeasternlink.com ওয়েবসাইটটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি বিষয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করে আলোচিত। এর মধ্যে সুবীর ভৌমিক নামে ভারতীয় এক সাংবাদিকের একাধিক প্রতিবেদন উল্লেখযোগ্য।

Related Stories