ফেক নিউজ

খালেদা জিয়ার মৃত্যুর ভুয়া খবর সামাজিক মাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, খবরটির শিরোনামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুর খবর দেয়া হলেও বিষয়বস্তুতে কোনো খবর নেই।

By - Md Abdullah Khan | 5 Aug 2022 11:58 AM IST

খালেদা জিয়ার মৃত্যুর ভুয়া খবর সামাজিক মাধ্যমে

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩ আগস্ট 'Ochin T Purer Rajkumari' নামের একটি ফেসবুক পেজ থেকে খবরটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিংবদন্তি বিএনপি নেতা খালেদা জিয়া আর নেই! তিনি না ফেরার দেশে চলে গেছেন"। পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে
পোস্টটি দেখুন এখানে

লিংকে প্রবেশ করলে দেখা যায়,  খবরের বিষয়বস্তুতে কিছুই লেখা হয়নি।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন আর খবরটির বিষয়বস্তুতেও কিছুই উল্লেখ নেই।

একাধিকবার সার্চ করেও দেশের মূলধারার গণমাধ্যম বা সামাজিক মাধ্যমগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিশিয়াল একাউন্ট থেকে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বুম বাংলাদেশের তরফ থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন এবং তার চিকিৎসাও চলছে। এসব খবর কোনো অসৎ উদ্দেশ্যে এসব ছড়ানো হচ্ছে কিনা সন্দেহ প্রকাশ করে তিনি বেগম জিয়ার মৃত্যু সংক্রান্ত ভুয়া সংবাদ সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকতে অনুরোধ জানান।

অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুর খবরটি ভিত্তিহীন।

সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে কোনো তথ্য উল্লেখ না করেই করে, খবর প্রকাশ করা হচ্ছে একাধিক অনলাইন পোর্টালে, যা বিভ্রান্তিকর।

Related Stories