HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বাংলাদেশকে নয়, ভারতকে বিনামূল্যে বুলেট ট্রেন দিবে জাপান

বুম বাংলাদেশ দেখেছে, ভারতকে ই-৫ ও ই-৩ সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে জাপান।

By - Mamun Abdullah | 29 April 2025 8:48 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি বুলেট ট্রেনের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশকে দ্রুত গতির বুলেট ট্রেন দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান সরকার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২০ এপ্রিল 'সময়ের মূল্য' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "ডক্টর মোঃ ইউনুস স্যারকে বিশ্ব কতটা ভালবাসে তার প্রমাণ জাপানের বিনামূল্যে বুলেট ট্রেন উপহার।” স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে জাপান বাংলাদেশকে নয়; বরং ভারতকে দ্রুতগতির বুলেট ট্রেন দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। 

জাপান সরকার বাংলাদেশকে বুলেট ট্রেন দেওয়ার ঘোষণা দিলে সেটি গণমাধ্যমে প্রতিবেদন হওয়াটা স্বাভাবিক। যদিও কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

তবে, কি-ওয়ার্ড সার্চ করে “ভারতকে বিনামূল্যে বুলেট ট্রেন দিচ্ছে জাপান” শিরোনামে ‘যুগান্তর’ পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১৮ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বে প্রথম যে দেশ এই দ্রুতগতির ট্রেনের জন্ম দিয়েছিল, সেই জাপান থেকেই ভারতের জন্য আসছে সবচেয়ে গতিময় ‘শিনকানসেন’ কোম্পানির বুলেট ট্রেন। বিশ্বের সব থেকে দ্রুতগতির ট্রেন ‘শিনকানসেন’। সব ঠিক থাকলে ২০২৭ সালে ভারতের রেল ট্র্যাকে ছুটবে সেই ট্রেন। সম্প্রতি জাপান ঘোষণা করেছে যে, ভারতকে ই-৫ ও ই-৩ সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে দেওয়া হবে। জাপানের সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। স্ক্রিনশট দেখুন-- 



পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “Japan's gift to India will be an economic gamechanger” শিরোনামে ভারতীয় গণমাধ্যম ‘The Economic Times’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১৭ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাপান ভারতকে ই-৫ ও ই-৩ সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার দিবে। বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বাই-আহমেদাবাদ রেল করিডর তৈরি করার কাজ চলছে। সেই করিডরে পরীক্ষা করার জন্যই ওই দুটি ট্রেন দিচ্ছে জাপান। দুটি ট্রেন ২০২৬-এর শুরুর দিকেই ভারতে পৌঁছে যাবে। স্ক্রিনশট দেখুন-- 



একই সার্চে “Japan to give India E5 and E3 shinkansen for free” শিরোনামে ‘The Japan Times’, “Japan To Give India Shinkansen Trains For Free For Mumbai-Ahmedabad Bullet Train Testing: Report” শিরোনামে ‘NDTV’, এবং “Japan to gift Shinkansen to India for Mumbai-Ahmedabad bullet train project” শিরোনামে ‘India Today’ গণমাধ্যমের অনলাইনে একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

 অর্থাৎ বাংলাদেশকে নয় বরং জাপান সরকার ভারতকে দুটি দ্রুতগতির বুলেট ট্রেন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। 

সুতরাং জাপান সরকার বাংলাদেশকে বুলেট ট্রেন দিবে বলে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories