HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিটি ভারতের কেদারনাথ দুর্ঘটনার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ফটোশপে তৈরি গ্রাফিক আর্টের ছবিকে ভারতের কেদারনাথের হেলিকপ্টার দুর্ঘটনার বলে প্রচার করা হচ্ছে।

By - Md Abdullah Khan | 17 Nov 2022 5:45 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ভারতের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনার ছবি। পোস্টগুলোতে দেখতে পাওয়া ছবিগুলোর মধ্যে একটি ছবিতে আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত হতে দেখা যায়। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৮ অক্টোবর 'Prosenjit Das Babai' নামের একটি ফেসবুক আইডি থেকে বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিটি সহ তিনটি ছবি শেয়ার করা হয় যার ক্যাপশনে লেখা, "কেদারনাথ ধামে যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৬ পূণ্যার্থীর আত্মার শান্তি কামনা করি। পরিবারদের সকলকে জানাই সমবেদনা।" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিটি ভারতের কেদারনাথ দুর্ঘটনার নয় বরং এটি একটি গ্রাফিক আর্ট।

ছবিটি রিভার্স ইমেজ করার পর, স্টকফটো সাইট IStock এ আগুন ধরে যাওয়া হেলিকপ্টারের ছবিটি খুঁজে পাওয়া যায় আইস্টকের ওয়েবসাইটে ছবিটি "জিওক্যালডে" নামের একটি একাউন্ট থেকে ২০১৫ সালের ২৪শে মার্চ আপলোড করা হয়েছে, যার বিবরণে লেখা "helicopter exploding in flight"। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

পুনরায় সার্চ করে, ছবিটির আইস্টকের আগের একটি সংস্করণ অন্য একটি স্টকফটো ওয়েবসাইট শাটারস্টকে খুঁজে পাওয়া যায়। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর আপলোড করা এই ছবিটিও "জিওক্যালডে" নামের একাউন্ট থেকে কন্ট্রিবিউট করা হয়েছে। তবে এই ছবিতে হেলিকপ্টারটিতে আগুন দেখা যায় না। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

অনুসন্ধান করে জানা যায় জিওক্যালডে হলো জর্জিও ক্যালডেরাটোর নামে এক ইতালিয়ান ভিজ্যুয়াল আর্টিস্টের নামের সংক্ষিপ্ত রূপ। বার্তা সংস্থা এএফপিকে দেয়া একটি বক্তব্যে জর্জিও জানান, হেলিকপ্টারের এই ছবিটি বাস্তব নয় বরং ফটোশটপে তৈরি করা।

অর্থাৎ ছবিটি বাস্তব নয় বরং শিল্পীর তৈরী গ্রাফিক আর্ট। তবে ফেসবুক পোস্টে যুক্ত করা অন্য ছবিগুলো কেদারনাথ দুর্ঘটনার বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত গত ১৮ অক্টোবর ভারতের কেদারনাথের মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফেরার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যুবরণ করার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সুতরাং ইতালিয়ান শিল্পী জর্জিও ক্যালডেরাটোর তৈরি একটি আর্টকে ভারতের কেদারনাথ দুর্ঘটনার বলে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর। 

Related Stories