HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি ভারতের আলিসবা নামের এক শিশুর, সাহায্যের আবেদনটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, ভারতীয় শিশু আলিসবার ছবিকে বাংলাদেশি দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে, যা প্রতারণাপূর্ণ।

By - Md Abdullah Khan | 18 Jan 2022 2:50 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি অসুস্থ শিশু ও তার অভিভাবকের ছবি পোস্ট করে শিশুটির জন্য অর্থ সাহায্য আবেদন করা হচ্ছে, ভাইরাল পোস্টগুলোতে শিশুটির নাম একবার লেখা হয়েছে তাহমিদা আবার অন্যত্রে লেখা হয়েছে শিশুরটির নাম হামিম। পরিচয় হিসেবে শিশুটির অবিভাবকের নাম বা ঠিকানা কিছুই উল্লেখ্য করা হয়নি। কেবল বলা হয়েছে, শিশুটির লিভার নষ্ট এবং আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদ নম্বরও জুড়ে দেয়া হয়েছে পোস্টে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে এবং এখানে

গত ১৬ জনুয়ারি 'Please Help' নামের একটি ফেসবুক পেজ থেকে করা এরকম একটি পোস্ট নিচের স্ক্রিনশটে দেখুন--

পোষ্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ। মূলত, আলিসবা নামে ভারতীয় এক শিশুর ছবি দিয়ে বাংলাদেশের তাহমিদা/হামিম বলে দাবি করা হচ্ছে এবং ভাইরাল পোস্টে যুক্ত করা মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে ।

রিভার্স ইমেজ সার্চ করে ভারতের তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান কিটো-এর ( www.ketto.org) ওয়েবসাইটে "Ya Allah, Not Even A Year Old- My Baby Needs A Brain Surgery. Help Her!' শিরোনামে একটি নিবন্ধে ছবিগুলো খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, শিশুটির নাম আলিসবা এবং শিশুটি ব্রেইন সার্জারির জন্য নয়া দিল্লির একটি হাসপাতালে ভর্তি আছে। নিবন্ধে প্রমাণ হিসাবে হাসপাতালের ব্যবস্থাপত্র যুক্ত করে দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি দেখুন এখানে 

 ব্যবস্থাপত্রের স্ক্রিনশট--

লিংক দেখুন এখানে

পাশাপাশি, ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মটির অফিশিয়াল ফেসবুক একাউন্টে ও টুইটার একাউন্টেও জানুয়ারি মাসে শিশুটির জন্য অর্থ সহায়তা চেয়ে পোস্ট করতে দেখা গেছে। দেখুন--

ফেসবুক পোস্ট দেখুন-- 

Full View

অর্থাৎ নিশ্চিতভাবেই ছবিটি বাংলাদেশি কোন শিশুর নয়। পোস্টগুলোতে সহযোগিতা পাঠানোর জন্য দেয়া নম্বরগুলোতে যোগাযোগ করা হলে নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

সুতরাং ভারতীয় শিশুর ছবি জুড়ে দিয়ে তাকে বাংলাদেশি শিশু দাবি করে সামাজিক মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

Tags:

Fraud

Related Stories