সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) ভিপি পদ নিয়ে করা মাঠ জরিপ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ৯ ডিসেম্বর ‘সাইফুল ইসলাম’ নামক একটি আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ করা হয়, “মিলাইয়া নেন প্রথম আলোর রিপোর্ট - ডাকসু নির্বাচন + আজকের জরিপ! ডাকসু নির্বাচনের সময় প্রথম আলো রিপোর্ট করছিলো, শিবিরের সাদিক কায়েম ভাই ৯% ভোট পাবে, ছাত্র দলের আবিদ পাবে ৪৬% কিন্তু শেষ পরযন্ত বাস্তবে দেখা যায়, সাদিক কায়েমের ধারেকাছেও ছাত্র দলের আবিদ আসতে পারে নি প্রথম আলো যেহেতু বলেছে জামায়াত ২৫% তাহলে নিশ্চিত জামায়াত সরকার গঠন করবে,ইনশাআল্লাহ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। জাতীয় দৈনিক প্রথম আলো নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন প্রথম আলোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে ৯ ডিসেম্বর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, এই ফটোকার্ডটি প্রথম আলোর নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন। পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর লোগো ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) ভিপি পদ নিয়ে করা মাঠ জরিপ দাবিতে নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। প্রথম আলো এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং প্রথম আলোর লোগো ব্যবহার করে নকল ফটোকার্ড দিয়ে ডাকসু ভিপি পদ নিয়ে করা মাঠ জরিপ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




