সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি'র লোগো যুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ’র মন্তব্য দিয়ে বলা হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনে জামায়াত এককভাবে নির্বাচন করলে ১৬০টির বেশি আসন পাবে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২২ অক্টোবর 'Md Moniruzzaman Monir' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "জামায়াত ১৬০ আসন পাবে একক ভাবে হাসনাত আবদুল্লাহ । ইনশাআল্লাহ ।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানিয়েছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন এনটিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য দিয়ে জামায়াত এককভাবে নির্বাচনে ১৬০টির বেশি আসন পাবে, এ সম্পর্কিত কোনো তথ্য বা খবর ভিন্ন কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে এনটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে ২২ অক্টোবর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, ফটোকার্ডটি এনটিভির নয়। পোস্টটি দেখুন--
অর্থাৎ এনটিভি’র লোগো ব্যবহার করে জামায়াত আগামী নির্বাচনে এককভাবে ১৬০টির বেশি আসন পাবে বলে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য-সম্পর্কিত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এনটিভি এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং এনটিভির লোগো ব্যবহার করে বা সূত্র দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




