HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরনো ছবি দিয়ে স্পিকারের অসুস্থ হওয়ার ভুয়া খবর প্রচার

হাসপাতালে চিকিৎসাধীন স্পিকারের শয্যাপাশে প্রধানমন্ত্রীর ছবিটি ২০১৬ সালের; নতুন করে স্পিকারের অসুস্থতার খবর প্রচার করা বিভ্রান্তিকর।

By - Minhaj Aman | 23 Jun 2021 4:04 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, স্পিকার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ৫ জুন "আমরা আওয়ামী লীগ (মুজিব সেনা ঐক্য ফোরাম)" নামের একটি ফেসবুক গ্রুপে ছবিসহ দেয়া এক পোস্টে দাবি করা হয়, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী অসুস্থ এবং হাসপাতালে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--

দেখুন পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এসব পোস্টে জুড়ে দেয়া ছবিটি পুরানো এবং বর্তমানে স্পিকারের অসুস্থ হওয়ার দাবিটি ভিত্তিহীন। প্রথমত, রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে দেখা গেছে, ছবিটি ২০১৬ সালের ৩০ মে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 'সিএমএইচে স্পিকারের শয্যাপাশে প্রধানমন্ত্রী' শিরোনামে এই খবরে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অসুস্থ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হসপিটালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দেখতে সেখানে যান। দেখুন স্ক্রিনশট--


দেখুন প্রথম আলো পত্রিকার সেই প্রতিবেদন এখানে। 

এছাড়া চলতি জুন মাসের ৫ তারিখ (শনিবার) করা সেই পোস্টে স্পিকারকে হাসপাতালে চিকিৎসাধীন দাবি করা হলেও পরদিন অর্থাৎ ৬ জুন (রবিবার) তাঁকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন পরিচালনা করতে দেখা যায়। অধিবেশনটি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল 'বাংলাদেশ টেলিভিশন'-এর স্যাটেলাইট ভিত্তিক সম্প্রচার মাধ্যম 'বিটিভি ওয়ার্ল্ড'-এ লাইভ সম্প্রচারিত হয়। দেখুন লাইভ সম্প্রচার করা সেই অধিবেশনের ভিডিও--

Full View

মূলত শুক্র ও শনিবার অধিবেশন মুলতবি থাকার পর ৬ জুন পুনরায় সংসদ অধিবেশন শুরু হয়।

একইভাবে তার আগে ৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশকালেও সংসদ পরিচালনা করতে দেখা যায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। দেখুন সেই ভিডিও এর স্ক্রিনশট--


যমুনা টিভির এই ভিডিওটি দেখুন এখানে। 

এছাড়া ২ জুনও সংসদ অধিবেশন পরিচালনা করেছেন তিনি। লাইভ সম্প্রচারিত ওইদিনের অধিবেশনের ভিডিও দেখুন এখানে--

Full View

এছাড়া, বাজেট অধিবেশন চলাকালে জাতীয় সংসদের স্পিকারের অসুস্থ হওয়ার ঘটনা দেশের গণমাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ মূলধারার সব গণমাধ্যম গুরুত্বের সাথে খবর প্রকাশ করার কথা। কিন্তু সম্প্রতি স্পিকার অসুস্থ হওয়া বা হাসপাতালে চিকিৎসাধীন সংক্রান্ত কোনো খবর মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি।

অর্থাৎ ২০১৬ সালের ছবি একটি পুরানো দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে।

Tags:

Old Photo

Related Stories