HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অক্সিজেন কেনার জন্য ভারত সরকারকে সাকিবের ১ কোটি রূপি দেওয়ার খবরটি ভুয়া

কোন তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে বাংলাদেশী এই অলরাউন্ডারের পক্ষ থেকে অনুদান দেওয়ার খবর ছড়ানো হচ্ছে।

By - Mazed Mohammad | 6 May 2021 3:30 PM GMT

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা বাংলাদেশী ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ভারত সরকারকে অক্সিজেন কেনার জন্য ১ কোটি ভারতীয় রুপি দান করেছেন মর্মে একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে এই সাকিব আল হাসানের সহায়তা দেওয়ার তথ্যটি ভিত্তিহীন।

প্রথমত: এ সংক্রান্ত কোন তথ্য বাংলাদেশ কিংবা ভারতের কোন সংবাদ মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

দ্বিতীয়ত: সাকিব আল হাসানের সামাজিক মাধ্যমের (ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম) ভেরিফায়েড পেজ ও অ্যাকাউন্ট থেকেও এরকম কোন তথ্য দেওয়া হয়নি।

তবে কলকাতা নাইট রাইডার্সের একটি ফেসবুক ফ্যান পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করে ১ কোটির অনুদানের খবরের সূত্র না থাকা সত্ত্বেও পূ্র্বে সূত্রহীন তথ্য দিয়ে একটি পোস্ট করার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

Full View

উল্লেখ্য, ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। করোনাভাইরাসের সংক্রমণে ও সংক্রমিত রোগীদের অক্সিজেন সরবরাহে অব্যবস্থাপনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। কেবল করোনায় গত একদিনে (১ মে) দেশটিতে ৩৬৮৯ জন মারা গিয়েছেন। করোনার এই ছোবলের সময় অর্থ সহায়তা দিয়ে দেশটির মানুষের পাশে দাড়িয়েছেন শচীন টেন্ডুলকার, শিখর ধাওয়ান ও প্যাট কামিন্স (অস্ট্রেলিয়ান) এর মতো সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। 

Related Stories