HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পাকিস্তানে বাবা মেয়ের বিয়ের ভুয়া তথ্য ফেসবুকে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, পাকিস্তানে ছাত্রী-শিক্ষকের বিয়ের ঘটনাকে বাবা-মেয়ের বিয়ে বলে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 8 May 2024 1:02 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, পাকিস্তানের এক তরুণী তার বাবাকে বিয়ে করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে, এখানে ও এখানে

গত ২৬ এপ্রিল '❛হিন্দু জাগরণ❜' নামে একটি ফেসবুক গ্রুপে 'শ্রীরামের আশীর্বাদ' নামে একটি একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "এই হলো পাক-ই-স্তান মানে পাকিস্তান।" ফেসবুক পোস্টটিতে "বাবার গলাতেই বিয়ের মালা দিলেন পাক তরুণী!" শিরোনামে একটি খবরের পেপার কাটিং শেয়ার করতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিতে দেখানো স্বামী-স্ত্রী পরিচয়ের ব্যক্তিরা বিয়ের আগে বাবা-মেয়ে ছিলেন না বরং সম্পর্কে তারা ছাত্রী-শিক্ষক ছিলেন।

পাকিস্তানে বাবা-মেয়ের বিয়ের ঘটনার সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে 'Zen tv vlogs' নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১ আগস্ট "Tasty Rabi Food Wali ny 4th Marriage Amir Khan sy sadgi sy krny ki haqeqt bta d" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে একটি জুটিকে সাক্ষাৎকার দিতে দেখা যায়। আলোচ্য পোস্টে দেখানো ছবির জুটির সাথে ভিডিওটিতে দেখানো জুটির মিল রয়েছে। উক্ত ভিডিওটি থেকে জানা যায়, তাদের নাম আমির খান ও রাবিয়া এবং ১০ বছর আগে তারা বিয়ে করেন। ভিডিওটির ৯ মিনিট ২০ সেকেন্ড থেকে রাবিয়াকে তাদের বিয়ের ঘটনা বলতে শোনা যায়। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে রাবিয়া জানান, তার স্বামী আমির খান প্রথমে তাকে বিয়ের প্রস্তান দেন। তখন রাবিয়া আমিরকে এ বিষয়ে তার বাবা-মায়ের সাথে কথা বলার পরামর্শ দেন। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


এবারে আলোচ্য পোস্টে দেখানো জুটির ছবি (বামে) এবং ভিডিওটি থেকে নেয়া একটি ফ্রেমের (ডানে) তুলনা দেখুন পাশাপাশি--



আলোচ্য ফেসবুক পোস্টে দেখানো স্বামী-স্ত্রীর নাম আমির খান এবং রাবিয়া বলে নিশ্চিত হওয়ার পরে তাদের ব্যাপারে আরো জানতে কি-ওয়ার্ড সার্চ করে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর Atlas News নামে আরেকটি ইউটিউব চ্যানেলে ওই একই জুটির দেওয়া একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


পরবর্তীতে আরো সার্চ করে ওই জুটির পরিচালিত ইউটিউব চ্যানেল 'Tasty Rabi Food & Vlog' -এ ২০২১ সালের ১৪ জুন "Amir khan & Rabia Amir interview with Yasir Shami |Amir Khan Lahori & Rabia Amir in Pakistan" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে রাবিয়া এবং তার স্বামী আমির খানের দেওয়া একটি সাক্ষাৎকারে তাদের বিয়ের পিছনের ঘটনা বর্ণনা করেন তারা। সাক্ষাৎকার থেকে জানা যায়, তাদের বিয়ের আগে রাবিয়া আমির খানের ছাত্রী ছিলেন। আমির খান রাবিয়ার স্কুলের কম্পিউটার শিক্ষক ছিলেন। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডেইলি পাকিস্তানের হোস্ট ইয়াসির শামির উপস্থাপনায় পরিচালিত ওই সাক্ষাৎকারটি পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডেইলি পাকিস্তানেও প্রচারিত হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


অর্থাৎ বিয়ের আগে রাবিয়ার শিক্ষক ছিলেন আমির খান। তারা সম্পর্কে ছাত্রী-শিক্ষক ছিলেন, বাবা-মেয়ে নন। এদিকে, আলোচ্য দাবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে বুমলাইভ বাংলা

সুতরাং পাকিস্তানের একটি জুটিকে বিয়ের আগে বাবা-মেয়ে ছিলেন দাবি করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories