HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নোয়াখালীর ধর্ষণচেষ্টা: 'ক্রসফায়ারের নির্দেশ' এর ভুয়া খবর

ফেসবুকে একটি ভিডিওতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের নিয়ে এই ভুয়া খবর ছড়ানো হয়েছে

By - BOOM FACT Check Team | 6 Oct 2020 5:21 PM GMT

M.R Media নামে একটি ফেসবুক পেইজে সোমবার (৫ অক্টোবর ২০২০) বিকাল সাড়ে ৫টার দিকে একটি ভিডিও আপলোড করা হয়েছে যার শিরোনাম, "নোয়াখালীর সেই ঘটনা সকলকে ক্রসফায়ারের নির্দেশ দিল সরাসরি দেখুন।"

ভিডিওটি আছে এখানে। 


ভিডিওর স্ক্রিনে বারবার মামলায় অভিযুক্তদের ছবি দেখানো হয়েছে।

এছাড়াও ভিডিওটি আরো কিছু পেইজে পাওয়া যায়। দেখুন এখানে ও এখানে। আর্কাইভ 

ভিডিওর শুরুতে নোয়াখালীর বেগমগঞ্জের ধর্ষণচেষ্টার ভাইরাল হওয়া ভিডিওর খণ্ডাংশ শুনতে পাওয়া যায়।

তারপর উপস্থাপক অভিযুক্তদের ছবি স্ক্রিনে দেখিয়ে তাদের 'গণধোলাই' দেয়ার আহবান জানান। পুরো ভিডিওটিতে একাধিকবার এই দাবি জানানো হয়।

পরবর্তীতে উপস্থাপক নিজেই সকল অভিযুক্তকে 'এনকাউন্টার' দেয়ার দাবি জানান।

সেখানে ২ মিনিট ৩৬ সেকেন্ডে ভিকটিম নারীর আত্মীয়স্বজনের বক্তব্য দেখানো হয়, যা মূলত মূলধারার একটি টিভি চ্যানেলের সংবাদ প্রতিবেদনের ভিডিও থেকে নেয়া। টিভি চ্যানেলের মূল ভিডিওটি দেখুন এখানে

M.R Media এর ভিডিওর ৫ মিনিট ১৯ সেকেন্ড-এ দাবি করা হয়, ধর্ষকদের একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। কিন্তু মূলধারার গণমাধ্যমে এ মামলায় গ্রেফতার হওয়া ৬ জনের কাউকে গ্রেফতারের আগে 'গণধোলাইয়ের শিকার' হওয়ার কোনো তথ্য প্রকাশিত হয়নি।

ভিডিওর শিরোনামে দাবি করা 'ক্রসফায়ারের নির্দেশ' এর ব্যাপারে কোনো তথ্য বা সরকারি কোনো কর্তৃপক্ষের কোনো বক্তব্য পুরো ভিডিও জুড়ে কোথাও উল্লেখ করা হয়নি। অর্থাৎ, উক্ত 'নির্দেশ' কে বা কোন কর্তৃপক্ষ কবে কাকে কিভাবে দিয়েছে সে ব্যাপারে এই ভিডিওতে কোন তথ্যের উল্লেখ নেই।

ফলে ভিডিওটির শিরোনামের দাবিটির সাথে ভেতরের তথ্য ও বক্তব্যের কোনো মিল নেই। অর্থাৎ, "নোয়াখালীর সেই ঘটনা সকলকে ক্রসফায়ারের নির্দেশ" দেয়ার দাবিটি ভিত্তিহীন।

Related Stories