সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে কয়েকজন তরুণ আক্রমণের উদ্দেশ্যে দৌড় দিচ্ছে এমন একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়ার পথে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ আগস্ট ‘Mustafa Kamal Pasha’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “এই মুহূর্তে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়ার পথে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের লাঠিসোটা নিয়ে হামলা। ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা করে ইউনুছ বাহিনী।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার নয়। বরং এটি গত ২১ আগস্ট ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার ভিডিও।
কি ওয়ার্ড সার্চ করে ‘Ekushey Television-News’ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২১ আগস্ট প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, ঢাকা কলেজের সাথে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের সং'ঘ'র্ষ। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, একই পেজে “সাংবাদিককে লাইভ করতে বাধা ঢাকা কলেজের শিক্ষার্থীদের” ক্যাপশনে একই পেজে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২১ আগস্ট প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
এদিকে, কি ওয়ার্ড সার্চ করে “সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ কয়েকজন আহত” শিরোনামে ‘প্রথম আলো’র অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়া, কি ওয়ার্ড সার্চ করে জানা যায়, বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে গত ২৭ আগস্ট। যদিও ভাইরাল ভিডিওটি গত ২১ আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনা নয় বরং এটি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের।
সুতরাং বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।